সানিয়া-হিঙ্গিস জুটি ভাঙল

জুটি ভাঙল সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিসের। অলিম্পিকের পর থেকেই নতুন পার্টনার নিয়ে খেলবেন সানিয়া আর হিঙ্গিস। শোনা যাচ্ছে যে, মার্টিনা হিঙ্গিস নিজেই আর সানিয়ার সঙ্গে খেলতে ইচ্ছুক নন। সেকথা নাকি ভারতীয় টেনিস তারকাকে জানিয়েও দিয়েছেন হিঙ্গিস। ইউ এস ওপেনে সম্ভবত চেক সঙ্গীকে নিয়ে খেলবেন তিনি।

Updated By: Aug 10, 2016, 10:24 AM IST
সানিয়া-হিঙ্গিস জুটি ভাঙল

ওয়েব ডেস্ক: জুটি ভাঙল সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিসের। অলিম্পিকের পর থেকেই নতুন পার্টনার নিয়ে খেলবেন সানিয়া আর হিঙ্গিস। শোনা যাচ্ছে যে, মার্টিনা হিঙ্গিস নিজেই আর সানিয়ার সঙ্গে খেলতে ইচ্ছুক নন। সেকথা নাকি ভারতীয় টেনিস তারকাকে জানিয়েও দিয়েছেন হিঙ্গিস। ইউ এস ওপেনে সম্ভবত চেক সঙ্গীকে নিয়ে খেলবেন তিনি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সানিয়া। ইদানিংকালে টেনিস সার্কিটে সবচেয়ে সফল ছিল ইন্দো-সুইস এই জুটি। WTA র‍্যাঙ্কিংয়ে এক নম্বরেও ছিল তারা। চলতি মরসুমে জুটিতে অস্ট্রেলিয়ান ওপেন সহ ৫টি খেতাব জিতেছিলেন সানিয়া-হিঙ্গিস।

.