Purulia Tiger: বান্দোয়ানের বাঘিনীকে লক্ষ্য করে চলল গুলি! লেগেছে কি না জানে না বন দফতর...
বাঘিনী বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার গোপালপুর জঙ্গলে প্রবেশ করেছে। রেডিও কলারে এমনই সংকেত পেল বনবিভাগ। বাঘিনীকে খাঁচাবন্দী করতে তৎপর হয়ে উঠেছে বন বনবিভাগ। ইতিমধ্যেই বাঘিনীকে উদ্দেশ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়েছে।
মনোরঞ্জন মিশ্র: বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার গোপালপুর জঙ্গলে পৌঁছাল বনকর্মীদের টিম। বন দফতরের অনুমান পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে ওই বাঘিনী বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার গোপালপুর জঙ্গলে প্রবেশ করেছে। রেডিও কলারে এমনই সংকেত পেল বনবিভাগ। বাঘিনীকে খাঁচাবন্দী করতে তৎপর হয়ে উঠেছে বন বনবিভাগ। ইতিমধ্যেই বাঘিনীকে উদ্দেশ্য করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়েছে।
তবে সেই গুলি যমুনার গায়ে লেগেছে কি না তা নিয়ে সন্দিহান বন দফতরের আধিকারীকরা। বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলেই বাঘিনি আশ্রয় নিয়েছে। গ্রামের মাত্র ৫০০ মিটারের মধ্যেই থাকা জঙ্গলে রয়েছে বাঘিনি। স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ। আজ ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে বাঘিনি গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে। আজ ভোরে গ্রামের রাস্তায় বাঘিনির পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা।
পরে বন দফতর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনির লোকেশান ট্র্যাক করতে সমর্থ হন। এই মূহুর্তে গ্রামের অদূরে খাঁচা পাতা হচ্ছে। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয়েছে নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাঘিনিকে ধরতে চূড়ান্ত তৎপর বন দফতর। পরপর ৬ দিন পার। এখনও বাগে এল না বাঘিনী। যমুনাকে খাঁচাবন্দি করতে হিমসিম খাচ্ছে বন দ । ফাঁদ পেতে বাঘিনীর অপেক্ষায় বসে রয়েছে বনবিভাগ ।
গতকাল বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গল থেকে বেরিয়ে প্রায় ১৫ কিমি দুরত্ব পাড়ি দিয়ে ওই বাঘিনী পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের ডাঙ্গরডি বিটে অফিস সংলগ্ন জঙ্গলে প্রবেশ করে। সেখানে একাধিক পায়ের ছাপ দেখতে পায় বনবিভাগ। তারপরই বন দপ্তরের পক্ষ থেকে ওই জঙ্গল এলাকা ঘিরে ফেলা হয়। ছাগল, শুকোর এবং গবাদি পশু দিয়ে ফাঁদ পাতা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)