TV Actor Arrested: বিছানায় যেতেই হবে, নাহলে...যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা!

 শুক্রবার কর্ণাটক পুলিস জনপ্রিয় কন্নড় টিভি সিরিয়াল অভিনেতা চারিথ  বালাপ্পাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অভিনেতার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিয়োতে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে।

Updated By: Dec 28, 2024, 04:53 PM IST
TV Actor Arrested: বিছানায় যেতেই হবে, নাহলে...যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার কর্ণাটক পুলিস জনপ্রিয় কন্নড় টিভি সিরিয়াল অভিনেতা চারিথ  বালাপ্পাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অভিনেতার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিয়োতে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। ২৯ বছর বয়সী এক অভিনেত্রী তার বিরুদ্ধে এই অভিযোগ তোলে। রাজরাজেশ্বরী নগর পুলিস অভিনেত্রীর অভিযোগের পর অভিনেতাকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, পুলিস তাঁর বিরুদ্ধে ধারা ১১৫(২) (স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে আঘাত করা), ৩০৮(২)(কাউকে সম্পত্তি, টাকা দিতে বাধ্য করার জন্য হুমকি, ভয় বা ভয় দেখানোর কাজ হিসাবে চাঁদাবাজি) এর অধীনে এফআইআর নথিভুক্ত করেছে। এছাড়াও ৩৫২  (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৩৫১(২)(অপরাধমূলক ভয় দেখানো), ৭৫(১)(i)(যৌন হয়রানি), 75(1)(ii) R/w 3(5) ভারতীয় ন্যায় সংহিতা।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০২৩ থেকে ২০২৪-এর মধ্যে। এবং চলতি বছরের ১৩ ডিসেম্বর নির্যাতিতা পুলিসের দ্বারস্থ হয়। ডিসিপি (পশ্চিম) এস গিরিশ বলেন, 'নির্যাতিতা ২০১৭ থেকে কন্নড় এবং তেলুগু সিরিয়ালে কাজ করেন। ২০২৩ সালে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়। তাঁর সঙ্গে শারিরীক সম্পর্ক রাখার জন্য জোর করেন। শুধু তাই নয়, তাঁকে মানসিক হয়রানি, মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়।'

পুলিস সূত্রে আরও জানা যায়, নির্যাতিতা একা থাকতেন। আর সেই সুযোগেরই ফায়দা নিতে চেয়েছিলেন অভিযুক্ত অভিনেতা। এমনকী অভিযুক্ত তাঁর কিছু সহযোগীদের সঙ্গে নির্যাতিতার বাড়ির কাছে ঝামেলা করত। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক  রাখার জন্য চাপ দিত। অভিযুক্ত হুমকি দিয়েছিল যে,  যদি সে তার আর্থিক দাবিগুলি মেনে না নেয়, তাহলে সে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ঘনিষ্ঠ ভিডিয়ো এবং ফটো শেয়ার করে দেবে।  

আরও পড়ুন:Covid lab leak theory: 'চিনের ল্যাব থেকেই ছড়িয়েছিল করোনা'! অথচ বাইডেনকে ঘুণাক্ষরেও জানতে দেওয়া হল না...

নির্যাতিতা অভিযোগ করেছেন যে অভিযুক্ত চারিথ বালাপ্পা, তার পরিচিতির অযাচিত সুযোগ নিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিল। নির্যাতিতা পুলিসকে বলেছে যে সে তাকে ব্ল্যাকমেইল করেছে যদি সে তার দাবি পূরণ করতে ব্যর্থ হয় তবে তার মানহানি করা হবে। নির্যাতিতা আরও জানায় যে, অভিযুক্ত হেভিওয়েট রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ থাকায়, সে তাঁকে প্রায়ই হুমকি দিত।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.