ট্র্যাকে আর ফিরছি না, বিদায়বেলায় বিষন্ন বোল্ট

Updated By: Aug 14, 2017, 02:11 PM IST
ট্র্যাকে আর ফিরছি না, বিদায়বেলায় বিষন্ন বোল্ট

ওয়েব ডেস্ক : অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন উসেইন বোল্ট। এক সময় সবাইকেই সরে দাঁড়াতে হয়। কিন্তু অ্যাথলিট জীবনের শেষটা খুব একটা সুখকর হল না বিশ্বের সর্বকালের সেরা এই দৌড়বিদের।

শনিবার রাতে লন্ডন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চারশো মিটার রিলে শেষই করতে পারলেন না বোল্ট। পায়ের পেশিতে টান ধারায় তিনি মাটিতে পড়ে ‌যান মাত্র তিরিশ মিটার দৌড়েই। টিম জামাইকার সোনা জেতার স্বপ্নও শেষ হয়ে ‌যায় সেইসঙ্গে।

আরও পড়ুন-জানুন দক্ষিণ আফ্রিকা সফরে কবে যাবে ভারতীয় ক্রিকেট দল

অলিম্পিক্সে ৮টি সোনাজয়ী বিদায় জানালেন অ্যাথলেটিক্সকে। তবে শেষ বেলায় জানিয়ে দিয়ে গেলেন, আর ট্যাকে ফিরবেন না। অনেকেই অবসর নিয়েও ফেরেন। তিনি সেই রাস্তায় হাঁটবেন না।

আরও পড়ুন-বীরেন্দ্র সেহবাগকে টপকে, ওয়াসিম আক্রমকে ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া

জীবনের শেষ রেসে সোনা দিতে না পারায় বারবার ক্ষমা চেয়েছেন বোল্ট। তবে এনিয়ে অ্যাথলেটিক্স দুনিয়া একেবারেই পাত্তা দিতে রাজী নয়। কারণ গত এক দশক তিনি গোটা দুনিয়াকে তাঁর বিদ্যুৎ গতি দিয়ে মাতিয়ে রেখেছিলেন। তিনটি অলিম্পিক্স ও চারটি বিশ্ব মিট মিলিয়ে বোল্টের ঝোলায় এখন কুড়িটি সোনা। 

.