বীরেন্দ্র সেহবাগকে টপকে, ওয়াসিম আক্রমকে ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া

Updated By: Aug 14, 2017, 01:52 PM IST
বীরেন্দ্র সেহবাগকে টপকে, ওয়াসিম আক্রমকে ছুঁলেন হার্দিক পাণ্ডিয়া

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি করে একের পর এক রেকর্ড ভেঙেছেন ভারতের তরুণ, প্রতিভাবান অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। একে তো আট নম্বরে নেমে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন। তার উপর টেস্ট ক্রিকেটে এক ওভারে ২৬ রান করেছেন। এবার ক্রিকেট পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন যে, প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম আক্রমকেও ছুঁয়ে ফেললেন হার্দিক।

আরও পড়ুন মোটেই বিশ্রাম নয়, অশ্বিন কিন্তু মাঝের সময়টায় চুটিয়ে ক্রিকেট খেলবেন

শ্রীলঙ্কার মাটিতে কোনও সফরকারি দলের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড এতদিন ছিল ওয়াসিম আক্রমের দখলেই। ২০০০ সালের গল টেস্টে, তিনি মাত্র ৮৬ বলে সেঞ্চুরি করেছিলেন। আর ভারতীয়দের মধ্যে এই রেকর্ড এতদিন ছিল বীরেন্দ্র সেহবাগের দখলে। তিনি ২০০৮-এর সফরে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার বীরেন্দ্র সেহেবাগকে এই বিষয়ে টপকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। আর ছুঁয়ে ফেললেন ওয়াসিম আক্রমকে।

আরও পড়ুন  জানুন দক্ষিণ আফ্রিকা সফরে কবে যাবে ভারতীয় ক্রিকেট দল

 

.