Narendra Modi: বাইডেনের আমেরিকাকে বিশ্বকাপে দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিয়ো হল ভাইরাল
মার্কিন সফরে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন মোদী। নৈশভোজে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন বিশ্বকাপে (ICC ODI Wolrd Cup 2023) মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA) দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী (Prime Minnister Of India) নরেন্দ্র মোদী (Narendra Modi)। আমেরিকার প্রেসিডেন্ট (President Of USA) জো বাইডেনের (Joe Biden) ডাকা নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে মার্কিনবাসীদের হৃদয় জিতে নেন ভারতের (India) প্রধানমন্ত্রী। সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
মার্কিন সফরে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন মোদী। নৈশভোজে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা খেলার জন্য আমেরিকা যোগ্যতা অর্জন করতে পারবে, এমনটাই আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদীর শুভেচ্ছাবার্তায় আপ্লুত উপস্থিত দর্শকরা। মোদী বলেন, "বেসবলের প্রতি ভালোবাসা রয়েছে আমেরিকার। তবুও এই দেশে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। আমেরিকার ক্রিকেট দল ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা পর্বের ম্যাচ খেলুক। আমার শুভেচ্ছা রইল।"
আরও পড়ুন: Cheteshwar Pujara: ঘরোয়া ক্রিকেটে ফিরছেন জাতীয় দলে ব্রাত্য 'চে পূজারা'
আরও পড়ুন: Virushka: ব্যাটে রান নেই, অনুষ্কার সঙ্গে নেদারল্যান্ডসে ছুটির মেজাজে বিরাট! ভাইরাল হল ছবি
— ANI (@ANI) June 23, 2023
শোনা যাচ্ছে, চারশো জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন নৈশভোজে। ২০০৮ সালে ভারতে আর্বিভাব ঘটে আইপিএল-এর। এই টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠার পরই মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিকেট বিস্তার লাভ করে। ভারত ও পাকিস্তানে শিকড় যাঁদের, তাঁরাই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন।