বিদ্যুত্‍ গর্জাতেই ফেডেরারের প্রত্যাবর্তন

Updated By: Sep 1, 2014, 12:23 PM IST
বিদ্যুত্‍ গর্জাতেই ফেডেরারের প্রত্যাবর্তন

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ওয়েব ডেস্ক: মারিয়া শারাপোভার বিদায়ের দিনে তৃতীয় রাউন্ডের শুরুটা বেশ খারাপ করেছিলেন রজার ফেডেরার। এটিপি র‌্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা মার্কেল গ্রানোলার্সের বিরুদ্ধে ফেডেররার প্রথম সেটে ২-৫ পিছিয়ে থাকা অবস্থায় আর্থার অ্যাশ স্টেডিয়ামে নামে বৃষ্টি। সঙ্গে বিদ্যুতের ঝলক। খেলা পিছিয়ে দেওয়া হয়। বৃষ্টি থামার পর ম্যাচে পিছিয়ে থাকা অবস্থায় নামেন ১৭টি গ্র্যান্ডস্লামের মালিক। বৃষ্টিভেজা ফেডেরার এরপর বদলে গেলেন।

বৃষ্টি আসার আগে তাঁর খেলায় একগাদা ভুল সব উধাও হয়ে গেল। দেখা গেল ট্রে়ডমার্ক ফোরহ্যান্ড, পয়েন্টের ঠিকানা লিখে রাখা ব্যাকহ্যান্ড। প্রথম সেটে ৪-৬ হারের পর তিনটে সেটে ফেডেরার জিতলেন ৬-১,৬-১,৬-১। বৃষ্টির পর কোর্টে ফিরে এসে ফেডেরার জিতলেন ২০টা গেমের মধ্যে ১৮টিতে।

এদিকে, মহিলাদের সিঙ্গলসে অঘটনের মিছিল আরও দীর্ঘ হল। সেরেনা উইলিয়ামস ছাড়া বাছাই প্রথম পাঁচজন মহিলাই বিদায় নিলেন। পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা হারলেন  ৪-৬, ৬-২, ২-৬ নবম বাছাই ক্যারোলিনা ওয়াজনিকার বিরুদ্ধে।  

শারাপোভার আগে মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন প্রথম দশ বাছাইয়ের মধ্যে থাকা পাঁচ জন। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ, তৃতীয় বাছাই পেত্রা কিতোভা, চতুর্থ বাছাই আজেনেস্কা রাদোওয়ানাস্কা,ষষ্ঠ বাছাই অ্যাঞ্জেলা কার্বার, অষ্টম বাছাই আনা ইভানোভিচ বিদায় নিয়েছেন।  

পুরুষদের সিঙ্গলসে প্রথম বড় অঘটন ঘটল চতুর্থ বাছাই ডেভিড ফেরারের বিদায়ে। নাদালের দেশের খেলোয়াড় ফেরারকে ৬-৩, ৩-৬, ৬-১, ৬-৩ হারালেন ফ্রান্সের জিল সিমঁ।

.