এবার আম্পায়ররা কী বলছেন সেটাও শুনতে পাবেন
টিভি আম্পায়ারের কাজকর্ম এবার সরাসরি সম্প্রচারিত হবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই টিভি আম্পায়ারের এই কাজ তুলে ধরা হবে লাইভ সম্প্রচারে। আউট নিয়ে মাঠের আম্পায়ারদের কোনও সন্দেহ হলেই তারা শরণাপন্ন হন টিভি আম্পায়ারের। টিভি আম্পায়ার কিভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তার সরাসরি সম্প্রচার এবার দেখতে পাবেন দর্শকরা।
ওয়েব ডেস্ক: টিভি আম্পায়ারের কাজকর্ম এবার সরাসরি সম্প্রচারিত হবে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই টিভি আম্পায়ারের এই কাজ তুলে ধরা হবে লাইভ সম্প্রচারে। আউট নিয়ে মাঠের আম্পায়ারদের কোনও সন্দেহ হলেই তারা শরণাপন্ন হন টিভি আম্পায়ারের। টিভি আম্পায়ার কিভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তার সরাসরি সম্প্রচার এবার দেখতে পাবেন দর্শকরা।
২০১৪ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে পরীক্ষামূলক হিসেবে টিভি আম্পায়ারের কার্যাবলী সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল। সেখানে সফল হওয়ার পর আইসিসি এবার বিশ্বকাপেও তা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।