অসি ম্যাচের আগে দীর্ঘ সমস্যা পাকিস্তানের-বিশ্বকাপ শেষ দৈত্য পেসারের

তলপেটের চোটের জন্য বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দীর্ঘকায় পেসার মহম্মদ ইরফান। মঙ্গলবার সকালে পাক দলের ফিজিও ব্র্যাড রবিনসন দৈত্য পেসার হিসাবে পরিচিত ইরফানের চোটের জায়গার স্ক্যান করান। এরপর স্ক্যানের রিপোর্ট দেখে বিষয়টি ইরাফানের তলপেটের চোটের বিষয়টি নিশ্চিত করেন।

Updated By: Mar 17, 2015, 06:58 PM IST
অসি ম্যাচের আগে দীর্ঘ সমস্যা পাকিস্তানের-বিশ্বকাপ শেষ দৈত্য পেসারের

ওয়েব ডেস্ক: তলপেটের চোটের জন্য বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন পাকিস্তানের দীর্ঘকায় পেসার মহম্মদ ইরফান। মঙ্গলবার সকালে পাক দলের ফিজিও ব্র্যাড রবিনসন দৈত্য পেসার হিসাবে পরিচিত ইরফানের চোটের জায়গার স্ক্যান করান। এরপর স্ক্যানের রিপোর্ট দেখে বিষয়টি ইরাফানের তলপেটের চোটের বিষয়টি নিশ্চিত করেন।

যদিও কি কারণে চোট পেয়েছেন ইরফান তা জানাননি রবিনসন। কোয়ার্টার ফাইনালে পাকিস্তান জিতলে তারপর ইরফানের পরিবর্ত ক্রিকেটার চাইবে পাকিস্তান। প্রেস রিলিজ দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, শুক্রবার কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে পাকিস্তান। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ফেভারিট বলছেন স্বয়ং পাক অধিনায়ক মিসবা উল হক। তবে অতীত তো বটেই চলতি বিশ্বকাপেও দেখা গিয়েছে যতবার পাকিস্তানকে হিসাবের বাইরে রাখা হয়েছে ততবারই দারুণ খেলেছে পাক দল। চলতি বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে ভারত, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর পরপর চারটে ম্যাচ জিতে নক আউট রাউন্ডে উঠেছেন মিসবারা। গ্রুপ লিগে পাকিস্তান হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মত দলকে। তাই পাকিস্তানকে হিসাবের বাইরে রাখতে নারাজ বিশেষজ্ঞমহল।

.