অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ আটে উঠল জার্মানি

Updated By: Oct 16, 2017, 07:50 PM IST
অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ আটে উঠল জার্মানি

নিজস্ব প্রতিবেদন: এবারের ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানি। লাতিন আমেরিকার দল কলম্বিয়াকে তারা শুধু হারালো না, উড়িয়ে দিল ৪-০ ব্যবধানে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে জার্মানির যুব ফুটবলারদের সামনে সোমবার দাঁড়াতেই পারেনি কলম্বিয়ার যুব ফুটবল দল। কলম্বিয়ার কোচ অরল্যান্ডো রেস্টরেপো এদিন দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ছকে। বিপক্ষ জার্মান কোচ ক্রিস্টিয়ান উএক আবার দল সাজিয়েছিলেন ৪-২-৩-১ ফর্মেশনে।

আরও পড়ুন বিরাট কোহলির রেকর্ড একের পর এক ভেঙেই চলেছেন হাসিম আমলা

জার্মান অধিনায়ক জান ফিয়েতে আর্পের জোড়া গোলের সুবাদে কলম্বিয়া কোনও ছকেই সুবিধা করতে পারেনি আজকের ম্যাচে। জার্মান অধিনায়কের জোড়া গোলের পাশাপাশি, তাদের দলের হয়ে একটি করে গোল করেছে ইয়ান বিসেক এবং জন ইবোয়া।

আরও পড়ুন  বাবা হিসেবে ছেলে-মেয়ের সম্মানরক্ষার জন্য টুইটারকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর

.