বাবা হিসেবে ছেলে-মেয়ের সম্মানরক্ষার জন্য টুইটারকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর

Updated By: Oct 16, 2017, 07:45 PM IST
 বাবা হিসেবে ছেলে-মেয়ের সম্মানরক্ষার জন্য টুইটারকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন তা বেশ কয়েকবছর হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময়ই অ্যাকটিভ থাকেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। নিজের বিভিন্ন ঘটনার কথা ভক্তদের জানান। কখনও কখনও, কোনও বিষয়ে নিজের মতামতও জানান, সোশ্যাল মিডিয়ায়। অথচ, সেই সচিন তেন্ডুলকরই সম্প্রতি সমস্যায় পড়েছেন সোশ্যাল মিডিয়া নিয়ে। তবে, সমস্যাটা প্রত্যক্ষভাবে তাঁর নয়। খানিকটা পরোক্ষভাবে। সমস্যাটা আসলে তাঁর ছেলে অর্জুন এবং মেয়ে সারার। সচিনের দুই সন্তানের নামেই রয়েছে একাধিক টুইটার অ্যাকাউন্ট। তবে, সচিন দিব্যি জানেন যে, অর্জুন এবং সারার কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। এগুলো আসলে সব ফেক অ্যাকাউন্ট।

আরও পড়ুন বিরাট কোহলির রেকর্ড একের পর এক ভেঙেই চলেছেন হাসিম আমলা

বাবা হিসেবে ছেলে-মেয়ের সম্মানরক্ষার জন্য এবং ফেক অ্যাকাউন্টের দায় থেকে বাঁচতে সচিন টুইটারে অনুরোধ করেছেন যাতে, ওই ফেক অ্যাকাউন্টগুলো যতটা শীঘ্র সম্ভব বন্ধ করে দেওয়া হয়।

 

আরও পড়ুন  ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ

.