Pakistan: পাক্কা ৩৬৫ দিন পর টেস্ট জিতল বাবর ব্রিগেড! দেখুন ট্যুইটারে যা চলছে....
Twitter Reacts As Pakistan Achieve First Test Win In 365 Days: এক বছর পর টেস্ট জিতল পাকিস্তান। শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল বাবর আজম অ্যান্ড কোং।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান এসেছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার গলে প্রথম টেস্ট জিতে পাকিস্তান সিরিজে ১-০ এগিয়ে গেল। পরিসংখ্যান বলছে যে, পাকিস্তান লাল বলের ক্রিকেটে পাক্কা ৩৬৫ দিন পর জয় পেল। শেষবারও পাকিস্তান এই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই গলেই জিতেছিল। পাকিস্তানের জয়ের পর ট্যুইটারে মিমের বন্যা বয়ে গিয়েছে। তারই কয়েকটি এই প্রতিবেদনে জুড়ে দেওয়া রইল।
আরও পড়ুন: India's Richest Football Player: বাইচুং-সুনীল-গুরপ্রীত নন! দেশের সবচেয়ে ধনী ফুটবলার কে?
গলে টস জিতে দিমুথ করুণারত্নের দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩১২ রান তোলে। সৌজন্যে ধনঞ্জয় ডি সিলভার সেঞ্চুরি (১২২)। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৪৬১ রান। পাকিস্তানের হয়ে সাউদ সাকিল অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৭৯ রান তুলতে সমর্থ হয়। অন্তিম দিনে পাকিস্তান চার উইকেট হাতে রেখে রান তাড়া করে ম্যাচ জিতে যায়। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোতে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় ও তথা সিরিজের ফয়সলা টেস্ট শুরু হবে। পাকিস্তান জয় দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে প্রবেশ করল। এই মুহূর্তে তারা আইসিসি ক্রমতালিকায় রয়েছে ছয় নম্বরে। পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেটে বাঘ হলে, টেস্ট ফরম্য়াটে ভিজে বিড়াল। ফলে এক বছর পর টেস্ট জয় ঘিরে এমন উন্মাদনা চলছে।