AB de Villiers: রাসেলের ইয়র্কারে বোল্ড এবিডি, টুইটারে ট্রোলড হচ্ছেন গম্ভীর!
ডিভিলিয়ার্স আউট হতেই টুইটারাত্তিরা গম্ভীরকে ভয়ঙ্কর ভাবে ট্রোল করেন।
নিজস্ব প্রতিবেদন: কেকেআর বনাম আরসিবি ম্যাচে আলোচনায় উঠে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)! এখন প্রশ্ন বিরাট কোহলি বনাম অইন মর্গ্যান দ্বৈরথে কেন প্রাক্তন কেকেআর ক্যাপ্টেনকে নিয়ে কথা হচ্ছে? কারণ গম্ভীর ম্যাচের আগে বলেছিলেন যে, এই ম্যাচে সর্বাধিক ছক্কা আসবে প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) ব্যাট থেকে। বাস্তবে একটি ছয়ও মারতে পারেননি এবিডি. উল্টে তিনি আন্দ্রে রাসেলের (Andre Russell) 'পারফেক্ট' ইয়র্কারে প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে যান। ক্রিকেটের পরিভাষায় যা 'গোল্ডেন ডাক'। ডিভিলিয়ার্স আউট হতেই টুইটারাত্তিরা গম্ভীরকে ভয়ঙ্কর ভাবে ট্রোল করেন।
আরও পড়ুন: Deepika Padukone: '৯২!! এটা কোনও স্কোর?' দীপিকা পাড়ুকোনের টুইটে সোশ্যালে ঝড়
(@LoyalSachinFan) September 20, 2021
(@ShrmaGka_Ladka) September 20, 2021
(@ReignOfPant) September 20, 2021
(@AvikGaurav) September 20, 2021
সোমবার দুবাইয়ে কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল আরসিবি। আর এই ম্যাচে ৬০ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে হেলায় জিতে নিল অইন মর্গ্যান অ্যান্ড কোং। এই ম্যাচের পর কোহলিদের পারফরম্যান্স নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ চলছে সর্বত্র।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)