Deepika Padukone: '৯২!! এটা কোনও স্কোর?' দীপিকা পাড়ুকোনের টুইটে সোশ্যালে ঝড়
সিদ্বার্থ মালিয়ার সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি বক্সের শোভা বাড়াতেন দীপিকা।
নিজস্ব প্রতিবেদন: চতুর্দশ আইপিএলের (IPL 2021) দ্বিতীয় ভাগের শুরুতেই হোঁচট খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ( RCB)। বলা ভাল কলকাতা নাইট রাইডার্সের সামনে খড়কুটোর মতো উড়ে গেল বিরাট কোহলির ব্রিগেড। যে আরসিবি আইপিএলের প্রথম পর্বে ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জিতে অশ্বমেধের মতো ঘোড়ার মতো ছুটছিল, তারাই চূড়ান্ত হতাশ করল প্রথম ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল আরসিবি। আর এই ম্যাচে ৬০ বল বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে হেলায় জিতে নিল অইন মর্গ্যান অ্যান্ড কোং।
92!!is that even a score!?way to go RCB!with u guys all the way...watching every second of it live!
(@deepikapadukone) March 18, 2010
আরও পড়ুন: IPL 2021, KKR vs RCB: ফের ব্যর্থ Virat Kohli, RCB-কে ৯২ রানে উড়িয়ে ৯ উইকেটে জয় পেল KKR
কোহলির দলের ৯২ রানে অলআউট হওয়ার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উঠে এল ১১ বছর আগের দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) এক টুইট। ২০১০ সালে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৯২ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে আরসিবি ৫৬ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। আর সেই ম্যাচে দীপিকা রাজস্থানকে ট্রোল করে লিখেছিলেন, "৯২!! এটা কোনও স্কোর?'অনেকটা পথ যেতে হবে আরসিবি। বন্ধুরা তোমাদের সঙ্গে আছি। প্রতিটা সেকেন্ড লাইভ দেখছি।" তখন আইপিএলে নিয়মিত মাঠে আসতেন বলিউড ডিভা। সিদ্বার্থ মালিয়ার সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি বক্সের শোভা বাড়াতেন তিনি। সিদ্ধার্থ-দীপিকার সম্পর্কের গুঞ্জন নিয়ে বিস্তর লেখালিখিও হয়েছিল। কিন্তু সেই সব আজ অতীত। তবে সাক্ষী আছে আইপিএল ইতিহাস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)