ফুটবলের চিরাচরিত নিয়মের বাইরে, 'টু-ম্যান' পেনাল্টি VIDEO
ফুটবলের চিরাচরিত নিয়ম অনুযায়ী ডি-বক্সের মধ্যে বিপক্ষ দলের খেলোয়াড়কে কোনও ভাবে ফাউল করা হলে, পেনাল্টি পায় বিপক্ষ দল। আর সেই পেনাল্টি শুট আউটের সুযোগ পান একজন খেলোয়াড়। তেকাঠির তলায় দাঁড়িয়ে থাকা গোলরক্ষককে বিট করে বল জালে জড়ালেই গোল। নচেত সুযোগ নষ্ট হবে। দ্বিতীয়বার সুযোগ পাবেন না ওই দল। এই চিরাচরিত নিয়মের ওপর ফুটবলের চালাকি করেই ডি-বক্সের মধ্যে দুটি ফুটবলারের সুসংযত বোঝাপড়ায় গোলকিপারকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল দেখল বিশ্ব। টিউনেশিয়ার ইউশেফ মউইভি ও বাঘদাঝ বোনেদঝার অসাধারণ তাল মিলেই এল এই গোল। যাকে এক কথায় বলা যায়, 'ফুটবল ট্রিক'। আরও সূক্ষ্মভাবে বললে, বলতে হয় 'নাজুখ'।
ওয়েব ডেস্ক: ফুটবলের চিরাচরিত নিয়ম অনুযায়ী ডি-বক্সের মধ্যে বিপক্ষ দলের খেলোয়াড়কে কোনও ভাবে ফাউল করা হলে, পেনাল্টি পায় বিপক্ষ দল। আর সেই পেনাল্টি শুট আউটের সুযোগ পান একজন খেলোয়াড়। তেকাঠির তলায় দাঁড়িয়ে থাকা গোলরক্ষককে বিট করে বল জালে জড়ালেই গোল। নচেত সুযোগ নষ্ট হবে। দ্বিতীয়বার সুযোগ পাবেন না ওই দল। এই চিরাচরিত নিয়মের ওপর ফুটবলের চালাকি করেই ডি-বক্সের মধ্যে দুটি ফুটবলারের সুসংযত বোঝাপড়ায় গোলকিপারকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল দেখল বিশ্ব। টিউনেশিয়ার ইউশেফ মউইভি ও বাঘদাঝ বোনেদঝার অসাধারণ তাল মিলেই এল এই গোল। যাকে এক কথায় বলা যায়, 'ফুটবল ট্রিক'। আরও সূক্ষ্মভাবে বললে, বলতে হয় 'নাজুখ'।
মার্সেই বনাম টিউনেশিয়ার ফুটবল ক্লাব ইটোলের মধ্যে হওয়া একটি ফ্রেন্ডলি ম্যাচেই দেখা দিল এই দৃশ্য। ম্যাচের ফলাফল টিউনেশিয়া ৪, মার্সেই ১।