টিউমার প্রায় নির্মূল হয়ে এসেছে, জানালেন যুবি
তাঁকে ঘিরে দেশজুড়ে আশা-আশঙ্কার মধ্যে সুখবর দিলেন যুবরাজ সিং। টুইটারে যুবরাজ জানালেন, প্রথম পর্যায়ের কেমোথেরাপির পরে তাঁর ফুসফুসের টিউমারটি প্রায় নির্মূল হয়ে এসেছে।
তাঁকে ঘিরে দেশজুড়ে আশা-আশঙ্কার মধ্যে সুখবর দিলেন যুবরাজ সিং। টুইটারে যুবরাজ জানালেন, প্রথম পর্যায়ের কেমোথেরাপির পরে তাঁর ফুসফুসের টিউমারটি প্রায় নির্মূল হয়ে এসেছে। টুইটে যুবরাজ লেখেন, ``ড. লরেন্সের থেকে সুখবরটা পেলাম। প্রথম পর্যায়ের কেমোথেরাপির শেষে প্রায় নির্মূল হয়ে গিয়েছে ফুসফুসের টিউমার। এবার দ্বিতীয় পর্যায়ের কেমো শুরু হবে।``
ফুসফুসের টিউমার ম্যালিগনেন্ট ধরা পড়ার পর গত মাসেই ক্যানসারের চিকিত্সার জন্য বোস্টন যান যুবি। তাঁর ফিজিও যতীন চৌধুরি জানান, মার্চ মাস পর্যন্ত যুবির কেমোথেরাপি চলবে। বর্তমানে বোস্টন ইন্সস্টিটিউট অফ ক্যানসার রিসার্চ-এ কেমোথেরাপি চলছে যুবরাজ সিং-এর।
ফুসফুসে ক্যানসার ধরা পড়ার পর অনুপ্রেরণার জন্য বিখ্যাত সাইকেলিস্ট ল্যান্স আর্মস্ট্রং-এর আত্মজীবনী পড়া শুরু করেন যুবি। ক্যানসারজয়ী সাইকেলিস্টকে ই-মেলও করেন তিনি। টুইটারে যুবি জানান, আর্মস্ট্রং তাঁকে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, গোটা `লাইভস্ট্রং টিম` তাঁর পাশে আছে।