চাকরি খোয়ালেন 'দ্য স্পেশাল ওয়ান' Jose Mourinho! সম্পর্ক শেষ করল Tottenham Hotspur
আর ঠিক ৬দিন বাদেই ইএফএল কাপ ফাইনালে মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার!
নিজস্ব প্রতিবেদন: আর ঠিক ৬দিন বাদেই ইএফএল কাপ ফাইনালে (EFL Cup Final)মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ও টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)৷ আর এমন সময় টটেনহ্যাম গোল্ডেন হ্যান্ডশেক করে নিল ক্লাবের ম্যানেজার হোসে মোরিনহোর সঙ্গে (Jose Mourinho)৷ সোমবার বিকালে প্রেস বিবৃতি দিয়ে টটেনহ্যাম জানিয়ে দিল যে, তারা মোরিনহোর সঙ্গেই বাকি কোচিং স্টাফদের দায়িত্ব থেকে মুক্তি দিল৷
ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণেই মোরিনহোর চাকরি গেল বলে মনে করছে ফুটবল মহলের একাংশ৷ এই মুহূর্তে টটেনহ্যামের ছোটদের দলের দায়িত্বে থাকা রিয়ান ম্যাসন এবং ক্রিস পাওয়েলের হাতে সিনিয়র দলের দায়িত্ব তুলে দিয়েছে টটেনহ্যাম। রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানঞ্চেস্টার ইউনাইটেডের পর বিখ্যাত ক্লাব থেকেও চাকরি খোয়ান মোরিনহো৷ এবার প্রিমিয়র লিগের বিখ্যাত ক্লাব টটেনহ্যামও 'দ্য স্পেশাল ওয়ান'কে গুডবাই বলল৷
The Club can today announce that Jose Mourinho and his coaching staff Joao Sacramento, Nuno Santos, Carlos Lalin and Giovanni Cerra have been relieved of their duties
(@SpursOfficial) April 19, 2021
২০১৯ সালের নভেম্বরে মরিসিও পচেত্তিনোকে সরিয়ে মোরিনহোর হাতে টটেনহ্যামের দায়িত্ব তুলে দিয়েছিল টটেনহ্যাম৷ ২০২৩ সালের শেষ পর্যন্ত মোরিনহোর সঙ্গে চুক্তি ছিল টটেনহ্যামের৷ কিন্তু বিখ্যাত কোচ ক্লাবকে সাফল্যের রাস্তা দেখাতে ব্যর্থ হন৷ এবার দেখার ফের কোথায় নতুন চাকরি খুঁজে নেন মোরিনহো! এমনও হতে পারে যে ফের একটা লম্বা ছুটি নিয়ে ফুটবল থেকে কিছুদিন দূরে থাকতে পারেন মোরিনহো৷