মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামকে হারাল বার্সেলোনা

৬৬ মিনিটে এরিক লামেলা আবারও ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি আট হাজারতম গোল।

Updated By: Oct 4, 2018, 11:36 AM IST
মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামকে হারাল বার্সেলোনা
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের গোলেও অবদান রাখলেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসি ম্যাজিকে টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারাল বার্সেলোনা।

বুধবার বি-গ্রুপের ম্যাচে গোলরক্ষকের মারাত্মক ভুলে ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোল হজম করে বসে টটেনহ্যাম। বার্সেলোনাকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনিহো। ২৮ মিনিটে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রাকিটিচ। প্রথম গোলের মতোই দ্বিতীয় গোলটিতেও ভূমিকা ছিল মেসির। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা দ্বিতীয়ার্ধে প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুবার পোস্টে লেগে বল ফেরায় গোল পায়নি বার্সা। ৫২ মিনিটে ব্যবধান কমান হ্যারি কেইন। চার মিনিট পরেই গোলরক্ষক কিংবা পোস্ট কোনও কিছুই বাধা হতে পারেনি মেসির সামনে। ৫৬ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বার্সার আর্জেন্টাইন তারকা।

৬৬ মিনিটে এরিক লামেলা আবারও ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি আট হাজারতম গোল। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চিয়তার ইতি টানেন লিও মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ২টি ম্যাচের ২টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা।

.