১২১ কোটি টাকার নতুন যুবভারতী, কী কী থাকছে জেনে নিন

Updated By: Oct 8, 2017, 12:42 PM IST
১২১ কোটি টাকার নতুন যুবভারতী, কী কী থাকছে জেনে নিন
ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  দুই বছর ধরে স্টেডিয়ামের আমূল সংস্কার করেছে রাজ্য সরকার। খরচ হয়েছে প্রায় ১২১ কোটি টাকা। যাতে গোটা স্টেডিয়ামের ভোলই একেবারে বদলে গিয়েছে।

গোটা স্টেডিয়ামে বসানো হয়েছে বাকেট সিট। ফলে দর্শক আসন কমে হয়েছে ৬৬ হাজার। ঢোকার আর বেরোনোর গেট নতুন করে তৈরি করা হয়েছে। কৃত্রিম ঘাসের জায়গায় এসেছে বার্মুডা ঘাস। চারটে ড্রেসিংরুমেরই আমূল সংস্কার করা হয়েছে আলাদা করে তৈরি করা হয়েছে রেফারিজ রুম আর বল বয় রুম। ডোপ টেস্টের জন্য  করা হয়েছে আলাদা ঘর। নতুন করে তৈরি করা হয়েছে মিডিয়া সেন্টার। তিন তিনটে  ভিআইপি বক্স থাকছে যুবভারতীতে।

আরও পড়ুন- যুবভারতী আজ বিশ্ব ক্রীড়াঙ্গণ, জোড়া হাইভোল্টেজ ম্যাচে সাজো সাজো তিলোত্তমা

বিশ্বকাপের জন্য থাকছে আধুনিক মানের ফ্লাডলাইট ব্যবস্থাও। এছাড়া স্টেডিয়াম জুড়ে থাকছে আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা। স্টেডিয়াম জুড়ে যে ভাবে সাজানো  হয়েছে  যা চোখ কাড়তে বাধ্য। এবার যুবভারতীতে যুব বিশ্বকাপের মোট দশ ম্যাচ হতে চলেছে।

আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল জার্মানি ও ইংল্যান্ড

২৮ অক্টোবর এখানেই হবে মেগা ফাইনাল। তার আগে ছটা গ্রুপ লিগের ম্যাচ ছাড়াও হবে একটা প্রি কোয়ার্টার ফাইনাল আর কোয়ার্টার ফাইনাল।

.