ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের টিকিট বিক্রি কবে থেকে শুরু জেনে নিন
বোর্ড সভাপতির চেয়ার বসেই বাজিমাত করেছেন সৌরভ গাঙ্গুলি।
নিজস্ব প্রতিবেদন : এক মাসের সফরে ভারতে এসেছে বাংলাদেশ দল। ৩ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। এর পর আরও দুটি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন লিটন দাস, মুশফিকুররা। তবে এই সিরিজে সব থেকে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ইডেনে। দিন-রাতের সেই টেস্ট ম্যাচ দেখতে সমর্থকদের মধ্যে উত্সাহের শেষ নেই। বলাবাহুল্য, ইডেনে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্টের জন্য টিকিটের চাহিদাও থাকবে তুঙ্গে। গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তাও আবার দেশের মাঠে। ফলে এই ম্যাচ যেন আলাদা মাত্রা পাচ্ছে। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসার পরই একখানা বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। গোলাপি বলে টেস্ট আয়োজনের সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব গেলে তারাও সায় দিয়েছেন। যদিও বাংলাদেশের কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত গোলাপি বলে প্র্যাকটিস করার সুযোগও পাননি। ম্যাচ খেলা তো দূরের কথা।
আরও পড়ুন- ব্যাটিং স্টান্স এমনও হতে পারে! কখনও দেখেছেন?
সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ইডেনে ঐতিহাসিক টেস্টের টিকিট বিক্রি। সেদিন থেকেই অনলাইনে পাওয়া যাবে দিন-রাতের টেস্টের টিকিট। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্টারে পাওয়া যাবে ইডেন টেস্টের টিকিট। দর্শক টানতে ঐতিহাসিক টেস্টের প্রতিদিনের টিকিটের ন্যুনতম দাম করা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা। বোর্ড সভাপতির চেয়ার বসেই বাজিমাত করেন সৌরভ গাঙ্গুলি। ইডেনেই প্রথম দিন-রাতের টেস্ট খেলতে চলেছে কোহলির ভারত। গোলাপি বলের টেস্টের প্রচারের জন্য শহর জুড়ে হোর্ডিং লাগাতে চাইছে সিএবি। টেস্টে প্রধান অতিথি হয়ে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে শাড়ি,শাল উপহার দেবে সিএবি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে বিশেষ স্মারক দেওয়া হবে তাতে গোলাপি আভা রাখতে চাইছে রাজ্য ক্রিকেট সংস্থা।