ব্যাটিং স্টান্স এমনও হতে পারে! কখনও দেখেছেন?
উইকেটকিপারের দিকে মুখ ফিরিয়ে কোনও ব্যাটসম্যানকে ব্যাটিং স্টান্স নিতে এর আগে কেউ কখনও দেখেছেন কিনা সন্দেহ।
নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগে স্টিভ স্মিথের ব্যাটিং স্টান্স নিয়ে কথা হয়েছিল। অদ্ভুতভাবে বল জাজ করছিলেন তিনি। অ্যাসেজ সিরিজের সময় ইংল্যান্ডের বোলাররা স্টিভ স্মিথের সেই ব্যাটিং স্টান্স দেখে অবাক হয়েছিলেন। এমনকী বিস্ময় প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্বের অনেকেই। কিন্তু স্টিভ স্মিথ মুখে কিছু বলেননি। অনেক সময় বোলারদের মনসংযোগ নষ্ট করতে ব্যাটসম্যান অদ্ভুত স্টান্স নিয়ে থাকে। কিন্তু অস্ট্রেলিয়ার জর্জ বেইলির ব্যাটিং স্টান্স যেন সবার থেকে আলাদা। উইকেটকিপারের দিকে মুখ ফিরিয়ে কোনও ব্যাটসম্যানকে ব্যাটিং স্টান্স নিতে এর আগে কেউ কখনও দেখেছেন কিনা সন্দেহ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডের খেলা চলছিল। তাসমানিয়া ও ভিক্টোরিয়ার এই ম্যাচে বেইলিকে দেখা গেল অদ্ভুত ভঙ্গিমায় ব্যাটিং করতে। যা দেখে নেটিজেনরা রীতিমতো বিস্মিত।
আরও পড়ুন- কাঁকড়া চাষ শুরু করছেন বাংলাদেশের শাকিব আল হাসান
It gets more complex every time you watch it #SheffieldShield #TASvVIC pic.twitter.com/Zi2hh5i3JD
— cricket.com.au (@cricketcomau) October 31, 2019
বোলার ক্রিস টারমেইন রান-আপ নেওয়ার সময় উইকেটকিপারের দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে রইলেন বেইলি। তার পর বোলার বল রিলিজ করার আগে স্বাভাবিক স্টান্সে ফিরলেন এবং পুল খেললেন। তবে এত কম সময়ের মধ্যে পুরো শরীর ঘুরিয়ে শট খেলা কিন্তু চাট্টিখানি কথা নয়। বেইলির অবশ্য এমন অদ্ভুত স্টান্সে ব্যাটিং এই প্রথম নয়। এর আগেও তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এভাবে ব্যাটিং করেছেন। তাসমানিয়ার ২৫তম ওভারে এভাবে অদ্ভুত স্টান্সে ব্যাটিং করলেন তিনি। বেইলির এমন অদ্ভুত ব্যাটিং স্টান্স-এর ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল। অনেকেই সেই স্টান্স দেখে মজা করতে ছাড়লেন না।