ধোনির দশ মাসের মেয়ের ছবি ভাইরাল

দেখতে দেখতে ধোনি-সাক্ষীর মেয়ের বয়স দশ মাস হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই নিজের মেয়ের ছবি স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করলেন ধোনি। ধোনির মেয়ে জিভা টেবিলে বসে খেলনা নিয়ে খেলছে। সাক্ষীও তাঁর মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, জিভার দশ মাস বয়স হয়ে গেল। গত ৭ ফেব্রুয়ারি গুরগাঁও-এর এক হাসপাতালে জন্ম হয় ধোনি-সাক্ষীর প্রথম সন্তান জিভার।

Updated By: Dec 9, 2015, 04:27 PM IST
ধোনির দশ মাসের মেয়ের ছবি ভাইরাল

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে ধোনি-সাক্ষীর মেয়ের বয়স দশ মাস হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হতেই নিজের মেয়ের ছবি স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করলেন ধোনি। ধোনির মেয়ে জিভা টেবিলে বসে খেলনা নিয়ে খেলছে। সাক্ষীও তাঁর মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, জিভার দশ মাস বয়স হয়ে গেল। গত ৭ ফেব্রুয়ারি গুরগাঁও-এর এক হাসপাতালে জন্ম হয় ধোনি-সাক্ষীর প্রথম সন্তান জিভার।

টেস্ট থেকে অবসর নেওয়ার পর ধোনি এখন সংসার নিয়ে বেশ আছেন। শোনা যায় ধোনি নাকি তাদের বাচ্চার ন্যাপি পর্যন্ত পাল্টে দিচ্ছেন। সাক্ষী বলছেন, 'দিনগুলো খুব মজায় কাটছে।'

 

.