বর্ণবিদ্বেষ ও কটুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন Thierry Henry

মাত্র এক সপ্তাহ আগেই টুইটার জানায় যে তারা কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য মেনে নেবে না। কিন্তু তারপরেই অঁরির এই সিদ্ধান্ত নিংসন্দেহে প্রশ্নের মুখে ফেলে টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে।

Updated By: Mar 27, 2021, 01:16 PM IST
বর্ণবিদ্বেষ ও কটুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন Thierry Henry

নিজস্ব প্রতিবেদন - বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিলেন ফ্রান্সের প্রাক্তন তারকা ফুটবলার থিয়েরি অঁরি (Thierry Henry)। তিনি বলেন যতক্ষণ না এই সোশ্যাল মিডিয়াগুলি আরও বেশী করে বর্ণবিদ্বেষ বা কটুক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে ততক্ষণ তিনি নিজেকে সরিয়েই রাখবেন যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার আছে তাঁর। সমস্ত ভক্তদের উদ্দেশ্য করে তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়াতে বর্ণবিদ্বেষী মন্তব্য, লোকজনকে ঠোচ করা অভ্যাসে পরিণত হয়েছে বহু মানুষের। এই ধরণের ঘটনা মানসিক চাপ তৈরী করে। এখানে অ্যাকাউন্ট তৈরী করা অত্যন্ত সহজ এবং নিজের পরিচয় গোপন রেখে অন্য লোককে হয়রান করা যায়। যতক্ষণ না এটা করা সম্ভব হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজের সব অ্যাকাউন্ট সরিয়ে নিলাম।”

 

মাত্র এক সপ্তাহ আগেই টুইটার জানায় যে তারা কোনোভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য মেনে নেবে না। কিন্তু তারপরেই অঁরির এই সিদ্ধান্ত নিংসন্দেহে প্রশ্নের মুখে ফেলে টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে।

.