IPL 2019: রাশেল ঝড়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারাল কলকাতা
এরপরেই ইডেনে রাশেলের বিধ্বংসী ব্যাটিং। ১৯ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ফের ইডেনে আলো বিভ্রাট। নাইটদের ব্যাটিংয়ের সময় ১৫.২ ওভার নাগাদ বাতিস্তম্ভের কিছু আলো বন্ধ হয়ে যায়। আলো ফিরতেই ইডেনে শুরু হল রাশেল ঝড়। ক্যারিবিয়ান বিগ হিটারের দাপটে দ্বাদশ আইপিএল-এর প্রথম ম্যাচে জয় পেল কলকাতা। হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল দীনেশ কার্তিকের দল।
রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে কমলা ঝড়। ডেভিড ওয়ার্নারের ৮৫, জনি বেয়ারস্টোর ৩৯ এবং বিজয় শঙ্করের অপরাজিত ৪০ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ১৮১/৩ রান।এদিন টস জিতে দীনেশ কার্তিক হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান। কেন উইলিয়ামসন কলকাতায় এলেও চোটের কারণে খেলেননি। এদিন শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুললেন ডেভিড ওয়ার্নার। ৯টা চার আর ৩টে ছক্কায় ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেললেন। তার আগে অবশ্য ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারস্টো। প্রথম উইকেটে ১১৮ রানের পার্টনারশিপ হায়দরাবাদের। এরপর বিজয় শঙ্কর ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।সুনীল নারিন, কুলদীপ যাদবরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। ৩২ রান দিয়ে ২টি উইকেট নিলেন আন্দ্রে রাশেল। একটি উইকেট নেন পীযুষ চাওলা।
Dre Russ goes ballistic at the Eden Gardens.
The @KKRiders win by 6 wickets #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/jBm2pF8l0R
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
ঘরের মাঠে আইপিএল-এর প্রথম ম্যাচ জিততে ১৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস লিনকে হারায় কলকাতা। এরপর নীতিশ রানা ও রবিন উথাপ্পা জুটি টেনে তোলে কলকাতাকে। কিন্তু পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় কলকাতা। রানা ৬৮ রান করেন। উথাপ্পা ৩৫ রান করেন। মাত্র ২ রান করেন দীনেশ কার্তিক। এরপরেই ইডেনে রাশেলের বিধ্বংসী ব্যাটিং। ১৯ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। আর ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিং খানের দল।
আরও পড়ুন - IPL 2019: এবার চ্যাম্পিয়ন কে? জানিয়ে দিলেন শেন ওয়ার্ন