টেরি ফেলানকে ডিফেন্ডার কোচ হিসাবে চাইছেন মরগ্যান

লাল-হলুদ শিবিরে এবার সম্ভবত আসতে চলেছেন বিদেশি ডিফেন্ডার কোচ। শোনা যাচ্ছে, ম্যান সিটি, চেলসিতে খেলা আয়ারল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার টেরি ফেলানকে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেল ইস্টবেঙ্গল কোট।

Updated By: Jul 20, 2012, 08:32 PM IST

লাল-হলুদ শিবিরে এবার সম্ভবত আসতে চলেছেন বিদেশি ডিফেন্ডার কোচ। শোনা যাচ্ছে, ম্যান সিটি, চেলসিতে খেলা আয়ারল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার টেরি ফেলানকে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেল ইস্টবেঙ্গল কোট। ফেলানকে তাঁর দলের ডিফেন্ডারদের দায়িত্ব দিতে চান মরগ্যান।
গত বছর গুরবিন্দর, ওপারাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল। তাই এবছর অভিজ্ঞ ফেলানকে প্রশিক্ষনের দায়িত্ব দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আরো জমাট করতে চান মরগ্যান। তাই ফেলানকে ওপারাদের কোচ করতে এক ধাপ এগিয়ে মরগ্যান বলছেন, ফেলানের থাকা বা না থাকার মধ্যে হয়ত চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়া নির্ধারিত হয়ে যেতে পারে। ক্লাবকে ইতিমধ্যেই এব্যাপারে তাঁর প্রস্তাব দিয়েছেন মরগ্যান। তবে ফেলানের ক্ষেত্রে মূল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক বিষয়টি। ইউ বি-র সঙ্গে আলোচনা করেই এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে ইস্টবেঙ্গল।
অন্যদিকে হয়তো এবার মিটতে চলেছে গোলকিপার কোচ বিতর্ক। লাল-হলুদের গোলকিপার কোচ হিসাবে ফের দেখা যেতে পারে অতনু ভট্টাচার্যকে।

.