বিশ্বকাপে ম্যাচ চলাকালীন ফাটল বল!
এখানেই শেষ নয়, নাটকের আরও বাকি ছিল।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে ম্যাচের মাঝে ফেটে গেল বল। অবাক হবেন না ! শনিবার এমন কাণ্ডটাই ঘটেছে কাজান অ্যারেনায় ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে।
আরও পড়ুন - বিশ্বকাপে আজ নামছে ব্রাজিল, একশো শতাংশ ফিট নন নেইমার!
শনিবার ম্যাচের বয়স তখন ২৯ মিনিট। সতীর্থ লুকাস হার্নান্দেজকে পাস দিয়েছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ট্রেন্ট সেইনসবুরি তাঁকে বাধা দিতে এলে বিপত্তিটা ঘটে। সেইনসবুরির পায়ের চাপে ফেটে যায় বিশ্বকাপের অফিশিয়াল বল অ্যাডিডাসের টেলস্টার ১৮। মুহূর্তের জন্য থেমে যায় খেলা। বলটা পাল্টে নিয়ে তা অস্ট্রেলিয়ার গোলরক্ষকের কাছে পাঠিয়ে স্পোর্টসম্যান স্পিরিট দেখান গ্রিজম্যান।
Telstar 18 balls burst during France vs Australia https://t.co/uH0eDgAFb4
— Dxdanyboy (@dxdanyboy) June 16, 2018
এখানেই শেষ নয়, নাটকের আরও বাকি ছিল। এই ঘটনার ৫ মিনিট পর কর্নার পায় ফ্রান্স। কর্নার কিক নিতে গেলেন উসমানে দেম্বেলে। তাঁকে যে বলটা দেওয়া হয়, সেটা হাতে নেওয়ার পর দেম্বেলে আবিষ্কার করলেন, ওই বলটাও ফাটা। সম্ভবত প্রথমে যে বলটা ফেটেছিল, সেটাই হয়তো ঘুরে চলে আসে দেম্বেলের হাতে।
এমনিতেই রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বল টেলস্টার ১৮ নিয়ে গোলরক্ষকদের একটা অভিযোগ ছিল প্রথম থেকেই। প্রথম অভিযোগটা তুলেছিলেন স্পেনের গোলরক্ষক দাভিদ ডি গিয়া। ঘটনাচক্রে পর্তুগালের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট ডি গেয়া আটকাতে ব্যর্থ হন এবং তা থেকে গোল হজম করেন তিনি।