মোদি-ঝড়ের প্রভাব! বিশ্বকাপে গেরুয়া জার্সি পরে খেলতে পারেন ধোনি, কোহলিরা

এমন খবর এল বিজেপি সরকারের ক্ষমতায় ফেরার দিনে।

Updated By: May 24, 2019, 02:42 PM IST
মোদি-ঝড়ের প্রভাব! বিশ্বকাপে গেরুয়া জার্সি পরে খেলতে পারেন ধোনি, কোহলিরা

নিজস্ব প্রতিবেদন : ফের একবার মোদি সরকার। এমন স্লোগানেই ভাসছে গোটা দেশ। দেশজুড়ে এখেন গেরুয়া-ঝড়। আর তারই কি প্রভাব পড়ল টিম ইন্ডিয়া-র উপর! এমনটা সরাসরি বলা যাবে না। কারণ, যেটা হল তা সম্পূর্ণ কাকতালীয়। তবে ভারতীয় দলকে এবারের বিশ্বকাপে গেরুয়া জার্সিতে দেখা যেতে পারে- এমন খবর এল বিজেপি সরকারের ক্ষমতায় ফেরার দিনে। তাই অনেকেই ব্যাপারটাকে চমক বলে মনে করছেন।

আরও পড়ুন-  ICC World Cup 2019: প্রস্তুতি ম্যাচের আগেই লন্ডনে 'মিট দ্য ক্যাপটেন্স'-এ দশ দলের অধিনায়ক

এবার ক্রিকেট বিশ্বকাপে হোম-অ্যাওয়ে কিট সিস্টেম চালু হচ্ছে। ঠিক যেমনটা ফুটবলে হয়ে থাকে। তবে প্রতিটা দলের ক্ষেত্রে একই নিয়ম চালু থাকবে না। যেমন, ইংল্যান্ডের এবার ঘরের মাঠে বিশ্বকাপ। তাই তারা হোম টিম হিসাবে অ্যাডভান্টেজ পাবে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে খেলতে হবে অ্যাওয়ে দল হিসাবে জার্সি পরে। আর সেই জার্সিতেই প্রথাগত নীল রঙের থেকে গেরুয়া রঙের আধিক্য বেশি থাকবে বলে খবর। জার্সির সামনের দিকে নীল রঙের প্রাধান্য থাকবে। কিন্তু পিছনের দিকের বেশিরভাগ গেরুয়া। তা ছাড়া হাতায় গেরুয়ার আধিক্য থাকবে। জানা গিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধেও এই জার্সি পরে খেলতে পারেন কোহলিরা। 

আরও পড়ুন- ICC World Cup 2019: কেন বিরাটের দল বিশ্বকাপ জয়ের দাবিদার! ব্যাখ্যা দিলেন মিতালি রাজ, দেখুন ভিডিয়ো

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল নীল জার্সি পরেই খেলবে। শ্রীলঙ্কার জার্সি বদল হবে সেই ম্যাচে। বিশ্বকাপে অংশ নেওয়া একাধিক দেশের জার্সিতে নীল রঙের আধিক্য রয়েছে। তাই আইসিসি অ্যাওয়ে কিটের কথা ভেবেছে। এছাড়া সবুজ জার্সি পরে খেলা দল যেমন পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানকে হয়তো জার্সি বদলাতে হবে না। কিন্তু বাকি দুই দলকে হলুদ জার্সি পরে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাতে পারে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে জার্সির কোনও সমস্যা নেই। 

.