সেঞ্চুরিয়ানে ভারতীয় দলে বড় বদলের সম্ভাবনা

মঙ্গলবার কোহলিরা ছুটি নিলেও রাহানে, রাহুল ও ইশান্ত শর্মা টানা দেড় ঘন্টা অনুশীলন করেন। পরিস্থিতি যা তাতে সেঞ্চুরিয়ানে নামার আগে টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে শাস্ত্রী-কোহলি জুটিকে। 

Updated By: Jan 10, 2018, 08:34 PM IST
সেঞ্চুরিয়ানে ভারতীয় দলে বড় বদলের সম্ভাবনা
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: সিরিজের প্রথম টেস্টে কুপোকাত হওয়া। কেপটাউনে হারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পেস ব্রিগেডের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং। সেঞ্চুরিয়ানে ঘুরে দাঁড়ানোর টেস্টে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। 

আরও পড়ুন- যুবভারতীতে নৌকাডুবি, লিগ শীর্ষে মিনার্ভা পঞ্জাব

দ্বিতীয় টেস্টে শিখর ধাওয়ান বাদ পড়তে পারেন। কেপটাউনে ফিল্যান্ডারদের বাউন্সারগুলো সামলাতে পারেনি বাঁ হাতি ওপেনার। ধাওয়ানের টেকনিকে দুর্বলতা ধরা পড়েছে। দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুল দলে আসতে পারেন। বিদেশে দুরন্ত ট্র্যাক রেকর্ড থাকার পরও আজিঙ্কা রাহানে কেপটাউনে বাদ পড়ায় অবাক হয়েছিল দক্ষিণ আফ্রিকাও। সহ-অধিনায়কের পরিবর্তে খেলা রোহিত শর্মাও রান পাননি কেপটাউনে। মঙ্গলবার কোহলিরা ছুটি নিলেও রাহানে, রাহুল ও ইশান্ত শর্মা টানা দেড় ঘন্টা অনুশীলন করেন। পরিস্থিতি যা তাতে সেঞ্চুরিয়ানে নামার আগে টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে শাস্ত্রী-কোহলি জুটিকে। 

আরও পড়ুন-  দ্রাবিড়ের ছেলে দ্রাবিড়! ক্রিজে দাঁড়িয়ে দেওয়াল তৈরি করল পুত্র

খেলার খবর জানতে চোখ রাখুন স্পোর্টস ২৪-এ 

.