জাতীয় সঙ্গীত বিতর্কে মুখ খুললেন তামিম ইকবাল

জাতীয় সঙ্গীত বিতর্ক থেকে পরিত্রাণ পেতেই ব্যাটন ধরলেন তামিম ইকবাল।

Updated By: Jun 5, 2018, 03:44 PM IST
জাতীয় সঙ্গীত বিতর্কে মুখ খুললেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদন: রবিবার দেহরাদূনে রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছে, তখন হতভম্বের মতো দাঁড়িয়ে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। এই ছবি যখন সম্প্রচার হচ্ছে, তখনও সেভাবে ‘আগুন লাগেনি’। তবে আফগানিস্তানের কাছে ৪৫ রানের হারের পরই  অগ্নিগর্ভ হয় সোশ্যাল মিডিয়া। নিন্দায় সরব হয় বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। এবার সেই বিতর্কে মুখ খুললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র'

রবিবারের পরাজয়ের ২৪ ঘণ্টা পর টুইটারে এই বাঁ হাতি ওপেনার জানিয়েছেন, টেলি সম্প্রচারে দর্শকরা ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি’ শুনতে পেলেও মাঠে তাঁদের কানে এসেই পৌঁছায়নি জাতীয় সঙ্গীত। উল্টে তামিম দাবি করেন, খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজার অপেক্ষাই করছিলেন তাঁরা। আফগানিস্তানের জাতীয় সঙ্গীত শোনা গেলেও, বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনতে পাননি বলেই দাবি তামিমের। 

প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা একাবারেই ভাল হয়নি বেঙ্গল টাইগারদের। সাকিব-তামিম-মুশফিকুরের মতো তারকাখচিত দল ৪৫ রানে হেরেছে রশিদদের কাছে। স্বাভাবিকভাবেই এই পরাজয়কে মেনে নিতে পারেনি সে দেশের ক্রিকেট অনুরাগীরা। গোদের উপর বিষ ফোঁড়া জাতীয় সঙ্গীত বিতর্ক। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একাংশ তো বিদ্রুপ সুরে বলছে, ‘অপরাধী পোলা’ গাইতে পারো আর জাতীয় সঙ্গীতের সময় ঠোঁট সরে না?  সব মিলিয়ে কার্যত ল্যাজে গোবরে অবস্থা। উল্লেখ্য, ড্রেসিং রুমে বাংলাদেশি ক্রিকেটারদের সমবেত ‘অবরাধী পোলা’ গান রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- পাক ম্যাচে বাটলারে ব্যাটে লেখা ‘F**k it’!

তবে, জাতীয় সঙ্গীত বিতর্ক থেকে পরিত্রাণ পেতেই ব্যাটন ধরলেন তামিম ইকবাল। যদিও বাংলাদেশ চাইছে আফগানিস্তানের বিরুদ্ধে বাকি ম্যাচে জিতেই ক্ষতে প্রলেপ দিক সাকিবরা।    

.