Sunil Gavaskar: 'বাচ্চারা বাচ্চাদের সঙ্গে খেললে দেখতে ভালো লাগে'! এবার কিংবদন্তির বাক্য-মিসাইল!

Sunil Gavaskar Take On Indias T20I Series Loss: সুনীল গাভাসকর ধুয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়াদের। ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের জন্য সানি বুঝিয়ে দিলেন যে, খেলাটা ঠিক কোথায় হয়!

Updated By: Aug 16, 2023, 02:54 PM IST
Sunil Gavaskar: 'বাচ্চারা বাচ্চাদের সঙ্গে খেললে দেখতে ভালো লাগে'! এবার কিংবদন্তির বাক্য-মিসাইল!
গাভাসকর সোজা কথা একেবারে সোজা ভাবেই বলে দেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ টি-২০ বিশ্বকাপের ( T20 World Cup 2022) পর থেকেই, ভারতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে বিরাট পরিবর্তন এসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডে একদম বুঝিয়ে দিয়েছে যে, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলবে নতুন ভারত। যেখানে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের। বিরাট কোহিল (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো সিনিয়র ব্যাটিং নক্ষত্রদের কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রামই দেওয়া হচ্ছে। হার্দিকের নেতৃত্বে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-২ হেরেছে। প্রথম দু'টি টি-টোয়েন্টি ম্য়াচেই ভারত হেরেছিল। তারপর সিরিজে প্রত্যাবর্তন করেন হার্দিকরা! এরপর অন্তিম ম্যাচে এসে ফের হারে ভারত। এবার হার্দিকদের ধুয়ে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এক দৈনিকে গাভাসকর বিস্ফোরক কলাম লিখেছেন।

আরও পড়ুন: Wahab Riaz: আগুনে স্পেলে ঘুম কাড়তেন ব্যাটারদের, কাপযুদ্ধের আগেই অবসর পাক নক্ষত্রের!

ভারতীয় দলের ময়নাতদন্ত করে সানি লিখেছেন, 'একজন প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে ভালো করতেই পারে। কিন্তু যখন প্রসঙ্গ দেশের হয়ে খেলার, তখন কিন্তু একেবারে অন্য চাপ ও প্রত্যাশা। ফ্র্যাঞ্চাইজি পর্যায়ের সেরা ক্রিকেটারদের কাছেও বিষয়টি কয়েক ধাপ এগিয়ে। আমরা কতবার দেখেছি যে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের পারফর্মাররা ওই একটি ধাপই নিতে পারেনি। বয়েজ টুর্নামেন্ট থেকে মেনজ টুর্নামেন্টের যাওয়ার। বাচ্চারা বাচ্চাদের সঙ্গে খেললে, দেখতে ভালোলাগে। কিন্তু পুরুষদের সঙ্গে খেলার সময়ে বোঝা যায় যে, খেলাটা কোথায়। অনূর্ধ্ব-১৯ কেকের টুকরো। সিনিয়র পর্যায়ে অনেক কাদা মারাতে হয়। শুধুমাত্র ধৈর্য নয়। এমনকী দক্ষতাতেও আকাশ পাতাল ফারাক। ফ্র্যাঞ্চাইজি পর্যায় অনেক নীচে থাকবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোটি কোটি টাকা পেয়েই, অনেকের খিদেটা নষ্ট হয়ে গিয়েছে। তাদের বছরের পর বছর চুক্তি নবীকরণ হতেই থাকে। এই নিয়ে মহানন্দে থাকে। টাকার অঙ্কটা কম হলেও চলে।'

গাভাসকর নাম না করেই সাফ বলে দিয়েছেন যে, বিরাট কোহলি ও রোহিত শর্মারা ফুরিয়ে আসছেন। দ্রুত তাঁদের বিকল্প যেন বেছে নেওয়া হয়। এই প্রসঙ্গে সানির মন্তব্য, 'ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হতাশ হওয়ার কিছু নেই। ভুললে চলবে না। ওরা দু'বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। ওদের প্লেয়াররা ম্যাচউইনার। আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে তারা। ওরা টপ-ক্লাস টি-টোয়েন্টি টিম। ওদের কাছে হের লজ্জা পাওয়ার কিছু নেই। এবার ঘুম থেকে ওঠার সময় এসেছে। যাদেরকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, তারা হয়তো বেশিদিন আর খেলবে না। ফলে দ্রুত তাদের বিকল্প খুঁজে নেওয়া ভালো। কারণ আর এক বছর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে সেই বুঝে দল শক্তিশালী করতে হবে।' এখন দেখার ভারত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কী করতে পারে।

আরও পড়ুন:PICS: 'পান্না দ্বীপে' উড়ে গেল বুমরা ব্রিগেড, বিজনেস ক্লাসে রিল্যাক্স মুডে রিঙ্কু-শিবমরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.