হাতির সঙ্গে এমন নৃশংসতা রাক্ষসরাই করতে পারে, প্রতিবাদে মুখর সুনীল ছেত্রী
তদন্তে কোনও ঢিলেমি নয়। "দোষীদের কড়া শাস্তি দিতে যা করণীয় করা হবে", সাফ জানিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: কেরলের মলাপ্পুরামের গর্ভবতী হাতি হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হতভাগ্য সেই হাতির করুণ পরিণতিতে মুখর হয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী লিখলেন, "একটা নিরীহ, গর্ভবতী হাতিকে পেয়ে এমন আচরণ মানুও কীভাবে করতে পারে ভাবতে পারছি না! এ কোনও রাক্ষসের কাজ। যে প্রকৃতির সঙ্গে এমন ঘৃন্য কাজ করতে পারে তাকে চরম মূল্য দিতে হবে। এমন বিশ্বাসঘাতকরা নিজেদের কীভাবে মানুষ বলে পরিচয় দেয়?"
She was a harmless, pregnant Elephant. That makes the people who did what they did, monsters and I hope so hard that they pay a price. We keep failing nature over and over again. Remind me how we’re the more evolved species?
— Sunil Chhetri (@chetrisunil11) June 3, 2020
কেরলের অন্তঃসত্ত্বা হাতিকে নৃশংসভাবে আহত ও খুন করার ঘটনায় মূল অভিযুক্ত ৩। তাদের ঘিরেই আপাতত তদন্ত চলছে। জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তদন্তে কোনও ঢিলেমি নয়। "দোষীদের কড়া শাস্তি দিতে যা করণীয় করা হবে", সাফ জানিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন - ম্যাচ ফিক্সিং! আইসিসি-র নজরে তিন লঙ্কান ক্রিকেটার