ম্যাচ ফিক্সিং! আইসিসি-র নজরে তিন লঙ্কান ক্রিকেটার

তবে এই তিন ক্রিকেটার বর্তমান না প্রাক্তন তা নিয়ে কিন্তু মুখে কুলুপ।

Updated By: Jun 4, 2020, 04:23 PM IST
ম্যাচ ফিক্সিং! আইসিসি-র নজরে তিন লঙ্কান ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করল আইসিসি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দুলাস আহালাপেরুমা। তবে এই তিন ক্রিকেটার বর্তমান না প্রাক্তন তা নিয়ে কিন্তু মুখে কুলুপ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, "আইসিসি-র দুর্নীতি দমনশাখার যে তদন্তের কথা ক্রীড়ামন্ত্রী বলেছেন, আমরা মনে করি তা তিনজন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। জাতীয় দলের বর্তমান কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তা হচ্ছে না।"

গত সপ্তাহেই শ্রীলঙ্কার পেসার সেহান মধুশঙ্কাকে নিষিদ্ধ ড্রাগ রাখার অভিযোগে পুলিস গ্রেফতার করে। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে।

 

আরও পড়ুন -বিদেশের মাটিতে IPL আয়োজনের সম্ভাবনাও খোলা রাখছে BCCI

.