লাদাখে চিনা হামলার তীব্র নিন্দা, নিহত সেনাদের শ্রদ্ধা বাইচুং, সুনীল, সাইনাদের
লাদাখে চিনা হামলায় ক্ষোভে ফুঁসছে ভারতীয় ক্রীড়মহল।
নিজস্ব প্রতিবেদন: লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান শহিদ হয়েছে বলে ANI সংস্থা দাবি করেছে। সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা। ভারতীয় সেনার তরফে এ দিন জানানো হয়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে সেনা সরিয়ে আনা হয়। সেনা সূত্রে খবর, গোলাগুলি নয়, পাথর, রড নিয়ে হামলা চালায় চিনের জওয়ানরা। পাল্টা জবাব দেয় ভারতও। লাদাখে চিনা হামলার তীব্র নিন্দা করে সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, সাইনা নেহওয়ালরা।
China had asked all its citizens to leave India few weeks back. The killing of our soldiers in LAC was a I think a planned one. We completely condemn this cowardly act of China. Indian Govt should take strong necessary action and not bow down to Chinese aggression pic.twitter.com/PToDa61mLv
— Bhaichung Bhutia (@bhaichung15) June 17, 2020
লাদাখে চিনা হামলায় ক্ষোভে ফুঁসছে ভারতীয় ক্রীড়মহল। পাহাড়ি বিছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লেখেন, " ভারত সরকারের কাছে চিনের এই আক্রমণের কড়া জবাব দেওয়ার অনুরোধ জানাচ্ছি। চিনের এই আগ্রাসনের সামনে মাথা নত করা উচিত্ হবে না। জয় হিন্দ।"
Resolve this across a table while you can, not at the border. Act swiftly, for the sake of those army personnel who have died and for those who shouldn't.
I can only hope that the families of those who have laid down their lives find strength to deal with their losses.— Sunil Chhetri (@chetrisunil11) June 17, 2020
একইভাবে লাদাখে সংঘর্ষের প্রেক্ষিতে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী টেবিলে বসে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন।
लद्दाख में गलवान घाटी में चीन के सैनिकों के साथ झड़प में भारतीय सेना के तीन जवान शहीद होने का समाचार मन को व्यथित करने वाला है। भारत मां और सीमा की रक्षार्थ शहीद हुए जवानों को शत शत नमन एवं परिवारजनों के प्रति संवेदनाएं। @narendramodi pic.twitter.com/GiID9v5WQg
— Yogeshwar Dutt (@DuttYogi) June 16, 2020
I salute the Indian army .I salute the Indian soldiers who were martyred at #GalwanValley ..My heart goes out to the families of these brave soldiers.. #JaiHind @IndINDIANARMY pic.twitter.com/L31a3YGlcS
— Saina Nehwal (@NSaina) June 16, 2020
নিহত ভারতীয় সেনা জওয়ানদের স্যালুট জানিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং কুস্তিগির যোগেশ্বর দত্ত।
আরও পড়ুন - মেসি ম্যাজিকে জয়; লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল বার্সেলোনা