মেসি ম্যাজিকে জয়; লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করল বার্সেলোনা
মঙ্গলবার রাতে জয়ের পর লিগ তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
নিজস্ব প্রতিবেদন: লা লিগায় মেসি ম্যাজিক চলছেই। করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার পর টানা দ্বিতীয় ম্যাচেও গোল করলেন আর্জেন্টিনিয় সুপারস্টার। বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা ফুটবলার।
HIGHLIGHTS | Past, present and future on target as @ANSUFATI and Messi secure 2-0 win for @FCBarcelona.
#BarçaLeganes pic.twitter.com/MFwJYSmeAt
— LaLiga English (@LaLigaEN) June 16, 2020
মঙ্গলবার লেগানেসকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় আরও এগিয়ে গেল মেসির বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বিরতির ঠিক আগে তরুণ সেনসেশন আনসু ফাতির গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। দেশ আর ক্লাবের হয়ে এলএম টেনের এটি ছিল ৬৯৯ তম গোল। আর একটা গোল করতে পারলেই বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে সাতশো গোল করার নজির গড়বেন মেসি।
@FCBarcelona extend their lead at the top of the table ahead of Real Madrid's match on Thursday. #LaLigaSantander pic.twitter.com/f5hGBwRMoQ
— LaLiga English (@LaLigaEN) June 16, 2020
মঙ্গলবার রাতে জয়ের পর লিগ তালিকায় রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ২৯ ম্যাচ শেষে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৪। একটি ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে বৃহস্পতিবার রাতে জিতে মেসিদের থেকে ব্যবধান কমানোর সুযোগ থাকছে জিদানের রিয়ালের।
আরও পড়ুন - টানা আটবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ