পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে কেন্দ্র-বোর্ড বৈঠক

নয়ই ডিসেম্বর বিসিসিআই-এর স্পেশাল জেনারেল মিটিংয়ে নাডাকে নিয়ে আলোচনা হবে। এদিন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়েও রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গে কথা বলেন বিসিসিআই-এর প্রতিনিধিরা।

Updated By: Nov 22, 2017, 09:23 PM IST
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে কেন্দ্র-বোর্ড বৈঠক

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটারদের ডোপিং ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর সঙ্গে বৈঠক করল বিসিসিআই। পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকে বোর্ডের প্রতিনিধি রাহুল জোহরি ও রত্নাকর শেঠি রাঠোরের সামনে নাডাকে দিয়ে ডোপ টেস্টের ইস্যুটি তোলেন। ক্রীড়ামন্ত্রক নাডাকে দিয়ে ক্রিকেটাকদের ডোপ টেস্ট করাতে বললেও বিসিসিআই তা মানেনি। সেই বিষয়টি তারা ক্রীড়ামন্ত্রীকে জানান। নয়ই ডিসেম্বর বিসিসিআই-এর স্পেশাল জেনারেল মিটিংয়ে নাডাকে নিয়ে আলোচনা হবে। এদিন পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়েও রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গে কথা বলেন বিসিসিআই-এর প্রতিনিধিরা।

আরও পড়ুন- হরভজনের মেয়েকে ছেলে বলে ক্ষমা চাইলেন সৌরভ!

.