'কালো ভূত' ছাড়িয়ে সাদা-কালো বিভেদ ভুলিয়ে ক্রিকেটের দীপাবলী কলকাতাতেই

আজ ১০ নভেম্বর ২০১৫। শুধুই একটা দীপাবলীর দিন নয়, আজকের দিনে 'কালো ভূত' ছেড়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা।

Updated By: Nov 10, 2015, 06:31 PM IST
'কালো ভূত' ছাড়িয়ে সাদা-কালো বিভেদ ভুলিয়ে ক্রিকেটের দীপাবলী কলকাতাতেই

ওয়েব ডেস্ক: আজ ১০ নভেম্বর ২০১৫। শুধুই একটা দীপাবলীর দিন নয়, আজকের দিনে 'কালো ভূত' ছেড়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা।
মনে পড়ে ১৯৯১-এর ১০ নভেম্বরের কথা? ২১ বছর পর নির্বাসন কাটিয়ে এই আজকের দিনেই যে, আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোতে ফিরেছিল, নেলসন ম্যান্ডেলার দেশ।
তাও কোথায়? আমাদের কলকাতাতেই। তিলোত্তমার ছোঁয়ায় সেদিন সত্যিই 'বর্ণ বিদ্বেষের' কালো ভূতকে ঘাড় থেকে নামাতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।
সেই ম্যাচে সেদিন প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ১৭৭ রান তুলেছিল প্রোটিওরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়েই জিতে যায় ভারত। যদিও ভারতের ৩ উইকেটে জয় নয়, সেদিন অ্যালান ডোনাল্ডকে দেখেই বেশি রোমাঞ্চিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। মাত্র ২৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সচিন তেন্ডুলকর অবশ্য সেদিনও ছিলেন। খেলেছিলেন ৬২ রানের দুর্দান্ত ইনিংস।
তাই ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন দুজনই। ডোনাল্ড এবং সচিন। আর 'বর্ণ বিদ্বেষের' ভূতকে হারিয়ে আসলে জিতেছিল ক্রিকেটই। আর অবশ্যই নেলসন ম্যান্ডেলা।

.