Soumya Sarkar | T20 World Cup 2024: সৌম্য সরকার না 'শূন্য সরকার'! বিশ্বকাপে বিরাট লজ্জা তারকা বাংলাদেশির

Soumya Sarkar records with most ducks in T20Is: এ কী করলেন সৌম্য! লজ্জার মুকুট পরেই ফেললেন তিনি।

Updated By: Jun 9, 2024, 09:37 PM IST
Soumya Sarkar | T20 World Cup 2024: সৌম্য সরকার না 'শূন্য সরকার'! বিশ্বকাপে বিরাট লজ্জা তারকা বাংলাদেশির
সৌম্য় সরকারের হল কী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের কাছে ওয়ার্ম-আপ ম্য়াচে বাজে ভাবে হারলেও, বাংলাদেশ (Bangladesh) কিন্তু শ্রীলঙ্কার (BAN vs SL, T20 World Cup 2024) বিরুদ্ধে জিতেই এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) অভিযান শুরু করেছে মার্কিন মুলুকে। গত শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে, নাজমুল হোসেইন শান্তরা ২ উইকেটে ওয়ানিন্দু হাসারঙ্গাদের হারিয়েছেন। তবে এই ম্য়াচেই বিরাট লজ্জার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সৌম্য সরকার (Soumya Sarkar)। তিনি ঠিক কী করেছেন, তা জানতে একবার চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: Shakib Al Hasan: 'এখন আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম'! বিশ্বকাপে নামার আগে বললেন সাকিব

সৌম্য় যা করেছেন, তার জন্য় তাঁকে তাঁর নিজের দেশের মিডিয়াই 'শূন্য সরকার' নামে ডাকতে শুরু করেছে। শ্রীলঙ্কার ১২৪ রান তাড়া করে বাংলাদেশ এক ওভারে হাতে রেখে ম্য়াচ বার করে আনে। সৌম্য় তানজিদ হাসানের সঙ্গে ওপেন করতে নেমে কোনও রান না করেই ফিরে যান। ধনঞ্জয় ডি সিলভার বলে খোঁচা দিতে হাসারঙ্গার হাতে মিড-অনে ক্য়াচ তুলে দেন। আর এই ইনিংসের পরেই সৌম্য় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে যুগ্ম ভাবে সবচেয়ে বেশিবার শূন্য করার রেকর্ড করলেন। ডাক করার লজ্জার নজিরে সৌম্য় বসলেন আয়ারল্য়ান্ডের পল স্টারলিংয়ের পাশে। 

সৌম্য় ২০১৫ থেকে দেশের জার্সিতে টি-২০ খেলছেন। শ্রীলঙ্কার ম্য়াচ ধরে তিনি খেলেছেন ৮৪টি ম্য়াচ। তাঁর মোট রান ১৩৯৮। অন্য়দিকে স্টারলিং ২০০৯ থেকে আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ১৪৪টি ম্য়াচ খেলা হয়ে গিয়েছে তাঁর। করেছেন ৩৬০০ রান। ৩৩ বছরের স্টারলিংয়ের চেয়ে সৌম্য় দু'বছরের ছোট। স্টারলিং এই ভেবে আনন্দ পেতে পারেন যে, তাঁকে আর একা লজ্জার মুকুট পরতে হচ্ছে না। এতদিনে তিনি একজন ভাগিদার পেলেন।
 

দেখা যাক টি২০আই-তে সর্বাধিক ডাক হওয়ার নজির যাঁদের:

১) সৌম্য সরকার (বাংলাদেশ, ১৩ বার)
২) পল স্টারলিং (আয়ারল্য়ান্ড, ১৩ বার)
৩) কেভিন ইরাকোজে (রাওয়ান্ডা, ১২ বার)
৪) কেভিন ও'ব্রায়েন (আয়ারল্য়ান্ড, ১২ বার)
৫) রোহিত শর্মা (ভারত, ১২ বার)

 

আরও পড়ুন: Meet Saurabh Netravalkar: আমেরিকার নায়ক সৌরভ, মুম্বইয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাক বধে চর্চায় 'ভারতীয়'!
 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.