ভারতের COVID-19 সঙ্কটে প্রাণ কাঁদছে পাক কিংবদন্তির, ভিডিয়ো বার্তায় আবেগি Shoaib Akhtar

টুইটারে দুই রাষ্ট্রকে আজ জুড়ে থাকার আর্জি জানিয়েছেন পাকিস্তানের নেটাগরিকরাও

Updated By: Apr 24, 2021, 07:09 PM IST
ভারতের COVID-19 সঙ্কটে প্রাণ কাঁদছে পাক কিংবদন্তির, ভিডিয়ো বার্তায় আবেগি Shoaib Akhtar

নিজস্ব প্রতিবেদন: গোটা পৃথিবী দেখছে করোনা কবলিত (COVID-19০ ভারতের ভয়ঙ্কর চিত্র! কী দুঃসময়ের মধ্যেই দিয়ে না যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ৷ মহামারির গ্রাসে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। প্রতিদিন এখানে হুহ করে বাড়ছে করোনা সংক্রমণ৷ সঙ্গে মৃতের সংখ্যাও৷ ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অবস্থাও করোনা কালে খুব একটা ভাল নয়৷ কিন্তু ভারতের দুঃসময়ে পাকিস্তানও চির প্রতিদ্বন্দ্বিতা ভুলে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত৷ 

আরও পড়ুন: দ্বিতীয় দফার Covid-19 প্রতিষেধক নিলেন সস্ত্রীক Sourav Ganguly

টুইটারে দুই রাষ্ট্রকে আজ জুড়ে থাকার আর্জি জানিয়েছেন পাকিস্তানের নেটাগরিকরাও। ট্রেন্ড হচ্ছে #PakistanStandswithIndia, #Indianeedoxygen-এর মতো ট্যাগ৷ ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)৷ কিংবদন্তি পাক পেসার বলছেন, তিনি দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যের ছবি দেখে আঁতকে উঠছেন৷ ভারতে এই মুহূর্তে যে অক্সিজেনের হাহাকার চলছে, নিঃশ্বাস না নিতে পেরে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন বহু মানুষ৷ যা দেখে প্রাণ কাঁদছে শোয়েবের৷ তিনি বলছেন, এই সময় সকলে ভারতের পাশে আছে৷ তিনি শুধু ট্যুইট করেই ক্ষান্ত হননি৷ ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো বানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস৷ তিনি বলছেন "এই মহামারিতে সকলের উচিত সকলের পাশে থাকা৷ ভারত আজ ধুঁকছে৷ স্বাস্থ্য় ব্য়বস্থা ভেঙে পড়েছে৷ আমরা সবাই আছি এক সঙ্গে৷"

 

 

.