এলবি 'ভূতের ভয়ে' কাবু ওয়াটসনকে নিয়ে ঠাট্টায় মেতেছে ক্রিকেট বিশ্ব

সবার অলক্ষ্যে একটা রেকর্ড গড়ে ফেলছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাটসম্যান ওয়াটসন বরাবর সমস্যায় ভোগেন পা নিয়ে। না, চোট বা অন্য কোনও সমস্যা নয় ওয়াটসন ভোগেন এলবি আউট নিয়ে। কার্ডিফে দুটো ইনিংসেই এলবি আউট হন ওয়াটসন। গত অ্যাসেজেও এলবি আউট নিয়ে সমস্যায় ভূগেছিলেন ৩৪ বছরের কুইন্সল্যান্ডের এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৩ বার এলবি আউট হয়েছেন ওয়াটসন। টেস্ট ব্যাটসম্যান হিসেবে আউটের ২৬ শতাংশ ক্ষেত্রে এলবি হয়েছেন ওয়াটসন। অন্তত ১০০টা ইনিংস খেলা কোনও ক্রিকেটারের ক্ষেত্রে যা বিশ্বরেকর্ড।   

Updated By: Jul 13, 2015, 08:17 PM IST
এলবি 'ভূতের ভয়ে' কাবু ওয়াটসনকে নিয়ে ঠাট্টায় মেতেছে ক্রিকেট বিশ্ব

ওয়েব ডেস্ক: সবার অলক্ষ্যে একটা রেকর্ড গড়ে ফেলছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাটসম্যান ওয়াটসন বরাবর সমস্যায় ভোগেন পা নিয়ে। না, চোট বা অন্য কোনও সমস্যা নয় ওয়াটসন ভোগেন এলবি আউট নিয়ে। কার্ডিফে দুটো ইনিংসেই এলবি আউট হন ওয়াটসন। গত অ্যাসেজেও এলবি আউট নিয়ে সমস্যায় ভূগেছিলেন ৩৪ বছরের কুইন্সল্যান্ডের এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ১৩ বার এলবি আউট হয়েছেন ওয়াটসন। টেস্ট ব্যাটসম্যান হিসেবে আউটের ২৬ শতাংশ ক্ষেত্রে এলবি হয়েছেন ওয়াটসন। অন্তত ১০০টা ইনিংস খেলা কোনও ক্রিকেটারের ক্ষেত্রে যা বিশ্বরেকর্ড।   

 

এমনিতেই অ্যাসেজে কার্ডিফ টেস্টে হারের পর ওয়াটসনকে কাঠগড়ায় তুলেছে অসি সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়া জুড়ে আওয়াজ ওয়াটসনকে এক্ষুণি সরিয়ে ফেলা হোক। দেশজুড়ে চলা এই সমালোচনায় ইন্ধন জোগাচ্ছে ওয়াটসনের এলবি রেকর্ড।

 

আর ওয়াটসন-এর এলবি নিয়ে জোর ঠাট্টায় মেতেছে ওয়েব বিশ্ব। অস্ট্রলেয়া জুড়ে চলা এই ঠাট্টায় অংশ নিয়েছেন মাইকেল ভন, ইয়ান বোথামরাও।

 

২০০৫ অ্যাসেজে ইংল্যান্ডে এসে ভূতের ভয় পেয়ে নিজের ঘর ছেড়ে ব্রেট লি-র হোটেল রুমের মেঝেতে রাত কাটিয়েছিলেন ওয়াটসন। ওয়েব বিশ্বে জোর ঠাট্টা এবার না এলবি ভূতের ভয়ে আবার সেই মেঝেতে রাত কাটাতে হয় ওয়াটসনকে।

 

Tags:
.