দাবানলে দুর্গতদের জন্য নিলামে রেকর্ড দাম উঠল শ্যেন ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপির

প্রায় পাঁচ কোটি টাকায় বিক্রি হল কিংবদন্তি স্পিনারের টুপি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 10, 2020, 04:15 PM IST
দাবানলে দুর্গতদের জন্য নিলামে রেকর্ড দাম উঠল শ্যেন ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপির

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যর্থে এগিয়ে এসেছেন কিংবদন্তি অজি স্পিনার শ্যেন ওয়ার্ন। অর্থ সংগ্রহের জন্য নিজের ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলেন তিনি। প্রায় পাঁচ কোটি টাকায় বিক্রি হল কিংবদন্তি স্পিনারের টুপি।

নিলামে ওঠা শ্যেন ওয়ার্নের টুপির দাম ছাপিয়ে গেল ২০০৩ সালে নিলামে ওঠা কিংবদন্তি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনের দামকেও। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে এই অর্থ। ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার একাংশ। পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে সব কিছু। ক্ষতিগ্রস্ত হয় কয়েক কোটি বন্যপ্রাণী।

এই অবস্থায় অর্থ সংগ্রহের জন্য নিজের ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলেন কিংবদন্তি এই  লেগ স্পিনার। এই ক্যাপ পরেই ১৪৫টেস্ট ম্যাচ খেলেছেন ওয়ার্ন। পেয়েছেন ৭০০ উইকেট। সোশ্যাল সাইটে টুপি নিলামের কথা ঘোষণা করতেই ব্যাপক সাড়া মেলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই টুপি কেনার জন্য পঁচিশ হাজার ডলার দর দেন। শেষপর্যন্ত নিলামে  পাঁচ কোটি দাম উঠল ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপির।

আরও পড়ুন - ১২ বছরের তিরন্দাজের কাঁধে গেঁথে গেল তির, তড়িঘড়ি নেওয়া হল দিল্লিতে

 

.