শাহরুখের স্বপ্নপূরণ

লাস্ট বয় যখন দীর্ঘ প্রচেষ্টায় ফার্স্ট বয় হওয়ার দৌড়ে পৌঁছে যায়, তখন অভিভাবকদের ঠিক অবস্থা হয়, ঠিক তেমনি অবস্থা শাহরুখ খানের। পুনে ওয়ারিয়র্স ম্যাচ ছিল আইপিএল ফাইভে বাদশার প্রেজটিজ ইস্যু।

Updated By: May 23, 2012, 03:52 PM IST

লাস্ট বয় যখন দীর্ঘ প্রচেষ্টায় ফার্স্ট বয় হওয়ার দৌড়ে পৌঁছে যায়, তখন অভিভাবকদের ঠিক অবস্থা হয়, ঠিক তেমনি অবস্থা শাহরুখ খানের। পুনে ওয়ারিয়র্স ম্যাচ ছিল আইপিএল ফাইভে বাদশার প্রেজটিজ ইস্যু। সম্মানের যুদ্ধ জিতে প্রথমবার শীর্ষস্থানের হাতছানি দেখা শাহরুখ খানের সমারসল্ট দেখল মহারাষ্ট্রের পাহাড়ি কোলে থাকা শহরটি।
ওয়াংখেড়েতে বিতর্ক অতীত। এমনকী, মঙ্গলবারই স্টেডিয়ামে ধূমপান বিতর্কে সমন পাওয়ার টেনশনও উবে গিয়েছে পুনের আলোর ঝলকানি মাখা রাতে। আইপিএলে প্রথমবার ফাইনালে। তাও আবার লিগ টেবিলে এক নম্বরে থাকা ডেয়ারডেভিলসকে হারিয়ে। মনোজ তেওয়ারির কোলে উঠে পড়লেন, জড়িয়ে ধরলেন ম্যাচের অন্যতম নায়ক লক্ষ্মীরতনকে। সৌরভকে আইপিএলে বাংলা ছাড়া করলেও, এই দুই বঙ্গতনয়কে বুকে আগলে শাহরুখ যেন আদ্যোপান্ত বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

নিজের জন্মশহর দিল্লিকে ক্রিকেটীয় লড়াইয়ে হারাতে শাহরুখের অস্ত্র ছিল দুটি। আরেক দিল্লিওয়ালা গম্ভীর ও ডেয়ারডেভিলসের ভরসা ইরফানের সহোদর ইউসুফ। শক্তিশেলে কাত করে শাহরুখ দিলেন ভিকট্রি ল্যাপ। ফাইনালের আগেই। কিং খান পুরো টিমকে যেভাবে জড়িয়ে ধরলেন, তাতে যেন মনে হচ্ছে, যতই বিতর্ক হোকনা কেন তা তিনিই সামলে নেবেন। বাকিদের দায়িত্ব শুধু স্বপ্নপূরণ করা।এরই নাম বোধ শাহরুখ বাদশা খান। যার যাবতীয় আবেগ জিতে যায় যেকোনও বিতর্কের কাছেই।
 
এতদিন নাইটরাইডার্সের পারফরম্যান্স মানেই ছিল, করব, লড়ব, হারব রে। অনেকেই মজা করে বলছেন, নাইট মালিক রুপোলি পর্দায় 'রা-ওয়ান'-এ 'জীওয়ান' হয়ে আজব সব কাজকর্ম দেখানোর পর দলের ক্রিকেটারদের মধ্যেও কিছু করার ইচ্ছাশক্তি জন্মে গিয়েছে। আর এই ইচ্ছাশক্তির জন্ম দেওয়া কেকেআর মালিক তথা বাংলার ব্র্যান্ড অ্যম্বাসাডর শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
 

.