ক্ষতিপূরণ মিললেই অভিযোগ প্রত্যাহার, ইঙ্গিত জোহালের

প্রথমে অভিযোগকারিণীর উদ্দেশে সিদ্ধার্থ মালিয়ার টুইট, এরপর সিদ্ধার্থের বিরুদ্ধেই অভিযোগকারিণীর মানহানির মামলার নোটিস এবং শেষমেষ পুলিসের কাছে পমার্সবাখের নিজের দোষ স্বীকার। প্রতিদিনই নয়া মোড় নিচ্ছে আইপিএলে মার্কিন মহিলার শ্লীলতাহানি কাণ্ড।

Updated By: May 23, 2012, 02:58 PM IST

প্রথমে অভিযোগকারিণীর উদ্দেশে সিদ্ধার্থ মালিয়ার টুইট, তারপর সিদ্ধার্থের বিরুদ্ধেই অভিযোগকারিণীর মানহানির মামলার নোটিস এবং শেষমেষ পুলিসের কাছে পমার্সবাখের দোষ স্বীকার। প্রতিদিনই নতুন নতুন মোড় নিচ্ছে আইপিএলে মার্কিন মহিলার শ্লীলতাহানি কাণ্ড। তবে এবার নিজের অবস্থান থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে ঘটনায় নতুন মশলা যোগ করলেন অভিযোগকারিণী জোহাল হামিদ। উপযুক্ত ক্ষতিপূরণ মিললে লিউক পমার্সবাখ ও সিদ্ধার্থ মালিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে পারেন বলে জানিয়েছেন ওই মার্কিন মহিলা। অভিযোগকারিণী জোহাল হামিদের আইনজীবীর তরফেই এই ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর।
গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার লিউক পমার্সবাখের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেন জোহাল হামিদ। তাঁর অভিযোগ ছিল, বৃহস্পতিবার রাতে পার্টি চলাকালীন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন লিউক। বাধা দিতে যাওয়ায় তাঁর প্রেমিক সাহিল পীরজাদাকে মারধরের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে লিউককে গ্রেফতার করলেও পরে তাঁকে জামিনে মুক্তি দেয় দিল্লি পুলিস। আরসিবি মালিক বিজয় মালিয়া প্রথম থেকেই দায়িত্ব এড়িয়ে গেলেও অভিযোগকারিনীর উদ্দেশে সিদ্ধার্থ মালিয়ার টুইট কার্যত পমার্সবাখের পক্ষেই সওয়াল করে। টুইটে সিদ্ধার্থ লেখেন, পার্টিতে মহিলার আচরণ দেখে কখনই মনে হচ্ছিল না যে তিনি কারও বাগদত্তা হতে পারেন।
সিদ্ধার্থের এই টুইটের বিরুদ্ধেই আদালতে দ্বারস্থ হন জোহাল। তাঁকে মানহানির মামলার নোটিসও ধরায় আদালত। পুলিস সূত্রের খবর অনুযায়ী, এপপরই সোমবার পুলিসের কাছে নিজের কাছে নিজের দোষ স্বীকার করেন লিউক। তাঁর বক্তব্য, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় ভুল করে ফেলেছেন। মহিলার অনুমতি ছাড়াই তাঁকে স্পর্শ করেন তিনি। লিউকের দোষ স্বীকারের পরই জোহালের বক্তব্যে নতুন করে জলঘোলা হবে, নাকি সমাধানের দিশানির্দেশ দেবে আপাতত প্রশ্ন সেটাই।

.