তীরে এসে তরি ডোবাকে কিছুতেই মেনে নিতে পারছেন না সানিয়া মির্জা
তীরে এসে তরি ডোবাকে কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।ডবলসের পর মিক্সড ডবলসে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হওয়াতে অধরা স্বপ্ন অধরা রয়ে গেল ভারতীয় এই টেনিস সুন্দরীর।সাংবাদিক সম্মেলনে তার চোখে জল । আক্ষেপ আর হতাশা থেকে সানিয়া জানিয়েছেন, '২০২০ সালে টোকিও অলিম্পিকে নাও খেলতে পারি । আমি ভীষণভাবে মর্মাহত।আমি জানি না, চার বছর পর আমি টেনিস খেলব কিনা । শেষ দুটো ম্যাচে কামব্যাক করার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্য আমরা আমাদের সেরাটা দিতে পারি নি।'
ওয়েব ডেস্ক: তীরে এসে তরি ডোবাকে কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।ডবলসের পর মিক্সড ডবলসে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হওয়াতে অধরা স্বপ্ন অধরা রয়ে গেল ভারতীয় এই টেনিস সুন্দরীর।সাংবাদিক সম্মেলনে তার চোখে জল । আক্ষেপ আর হতাশা থেকে সানিয়া জানিয়েছেন, '২০২০ সালে টোকিও অলিম্পিকে নাও খেলতে পারি । আমি ভীষণভাবে মর্মাহত।আমি জানি না, চার বছর পর আমি টেনিস খেলব কিনা । শেষ দুটো ম্যাচে কামব্যাক করার চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্য আমরা আমাদের সেরাটা দিতে পারি নি।'
আরও পড়ুন যে তেরঙ্গাকে পতপত করে উড়তে দেখে গর্বিত হন, জানেন ওটার নকশা করেছিলেন কে?
শেষ দু বছর দুরন্ত ফর্মে ছিলেন সানিয়া । দেশবাসী মত সানিয়াও আত্মবিশ্বাসী ছিলেন টেনিস কেরিয়ারের পড়ন্ত বেলায় এসে অধরা অলিম্পিক পদকটি দেশকে এনে দিতে পারবেন । কিন্তু সেই স্বপ্ন হয়ত অধরা থেকে যাবে ভারতীয় এই টেনিস সুন্দরী ।
আরও পড়ুন আজকের দিনে জন্মগ্রহণ করেই কী কবি পেয়েছিলেন 'আসল' স্বাধীনতা!