Virat Kohli vs Babar Azam, Sanath Jayasuriya: কে সেরা? জানালেন শ্রীলঙ্কার কিংবদন্তি
সম্প্রতি বিরাট ভূয়সী প্রশংসা করেছেন বাবরের। তিনি বলেছেন, 'বাবর খুবই ভাল ছেলে। ওর সঙ্গে সবসময় আমার দারুণ কথোপকথন হয়েছে। একে-অপরের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। ও সবসময় শিখতে চায়।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) অনেক পরেই বাবর আজমের (Babar Azam) ক্রিকেটীয় উত্থান। তবুও বাবর নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁর সঙ্গে প্রায়ই চলে বিরাটের তুলনা। বাইশ গজের একাধিক মহরাথী বিরাটের থেকে বাবরকে এগিয়ে রাখছেন এখন। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) এবার তাঁর ভোট দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের ওপর রান শিকারি জানিয়ে দিলেন তাঁর পছন্দ। এমনকী জয়সূর্য এও বলছেন যে, শুধু তিনিই নন, কোহলির ফ্যান তাঁর পুত্রও। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জয়সূর্য বলেন, 'আমি বিরাটকে পছন্দ করি। ও আমার ফেভারিট প্লেয়ার। এমনকী আমার ছেলেরও ফেভারিট বিরাট।'
সম্প্রতি বিরাট ভূয়সী প্রশংসা করেছেন বাবরের। তিনি বলেছেন, 'বাবর খুবই ভাল ছেলে। ওর সঙ্গে সবসময় আমার দারুণ কথোপকথন হয়েছে। একে-অপরের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। ও সবসময় শিখতে চায়। ২০১৯ বিশ্বকাপের পর বাবরের সঙ্গে আমার কথা হয়েছিল। আবারও বলব ও শেখার জন্য মুখিয়ে থাকে। ও তিন ফরম্য়াটে যেভাবে খেলছে, এতে কোনও চমক নেই। ও নিঃসন্দেহে অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার। 'এশিয় কাপের আগে বিরাট অত্যন্ত খারাপ ফর্মের দিয়ে যাচ্ছিলেন। গত ১৫ জুলাই ট্যুইট করে বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর। বেনজির সৌজন্য দেখিয়ে ট্রেন্ডিংয়ে ছিলেন বাবর। বাইশ গজ ভূয়সী প্রশংসা করেছিল বাবরের এই আচরণের। বাবর ট্যুইটারে লিখেছিলেন যে, 'বিরাট কোহলি এই কঠিন সময় কেটে যাবে। শক্ত থাকতে হবে।' উত্তরে বিরাট লিখেছিলেন,'অনেক ধন্যবাদ। তোমার উত্থান হোক। এ ভাবেই এগিয়ে যাও। তোমাকে অনেক শুভেচ্ছা জানাই।'
আরও পড়ুন: Virat Kohli : ঘাড় থেকে বাঁদর নামল! প্রিয় বিরাটকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন রবি শাস্ত্রী?
গত ২৪ অক্টোবর ছিল টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের শো-পিস ইভেন্টে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। বিশ্বকাপের যে কোনও আসরে সেবারই প্রথম পাকিস্তান জিতেছিল ভারতের বিরুদ্ধে। সে দিন ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে বাবর-মহম্মদ রিজওয়ান একাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন। ৫৫ বলে ৭৯ করেন রিজওয়ান। আর বাবর করেছিলেন ৫২ বলে ৬৮ রান। ম্যাচের পর রিজওয়ানকে বুকে টেনে নিয়েছিলেন বিরাট। কাঁধে হাত রেখেছিলেন বাবরের। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। বাবর-বিরাটের একে-অপরের প্রতি শ্রদ্ধা সত্যিই প্রশংসনীয়।