উইম্বলডন জয় প্রত্যাশিত ছিল না একেবারেই: Samir Banerjee

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee) এই নামটা বিগত কয়েক ঘণ্টায় বাংলার ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আমেরিকার প্রবাসী বাঙালি মাত্র ১৭ বছর বয়সে জুনিয়র উইম্বলডন জিতে ইতিহাস লিখেছে। ঐতিহাসিক জয়ের পর সমীর নিউ জার্সি থেকে ফোনে কথা বলল জি ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে। 

প্রশ্ন: সমীর এই অসাধারণ জয়ের জন্য অনেক শুভেচ্ছা, কেমন লাগছে?

সমীর: আমি আশা করিনি জিতব বলে। প্রথম দু'টো রাউন্ড জিতে ভাল লাগল। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টটা খুব ভাল গেল আমার। আমি খুবই খুশি। 

প্রশ্ন: এটাই ঘাসের কোর্টে প্রথমবার খেলতে নামা, প্রথমবারেই উইম্বলডন জয় প্রত্যাশিত ছিল?

সমীর: আমি আশা করিনি। আমি জানতাম না ঘাসের কোর্টে কতটা ভাল খেলব। আমি খুব বেশি আশা করিনি। আমি খুশি যেভাবে খেলেছি। আমার খেলার স্টাইল ঘাসের কোর্টে সুবিধা করে দিয়েছে। এর ফলে খেলতে অনেক সুবিধা হয়েছে।

আরও পড়ুন:জুনিয়র উইম্বলডন জয়ী Samir Banerjee র কৃতিত্বে উচ্ছ্বসিত Jaideep Mukherjee

প্রশ্ন:  জুনিয়র উইম্বলডনের জন্য প্রস্তুতি কেমন ছিল?

সমীর: উইম্বলডন শুরুর এক সপ্তাহ আগে ওয়ার্ম-আপ টুর্নামেন্ট খেলি। তার আগে ঘাসের কোর্টে বেশ কিছুদিন অনুশীলন করি। সেখানে ভাল খেলছিলাম। উইম্বলডন শুরুর আগে ভালই ছন্দে ছিলাম। শটগুলো ভাল নিতে পারছিলাম। সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালই ছিল।

প্রশ্ন: টেনিস নিয়ে কী ভাবনা? ভবিষ্যতে এই খেলাতেই থাকার ইচ্ছা তো?

সমীর: আমি একজন ছাত্র। ব্যাপারটা অধ্যাবশায়ের। আমাকে আরও অনেক উন্নতি করতে হবে টেনিসে। অবশ্যই টেনিস নিয়েই থাকতে চাই।

আরও পড়ুন: Wimbledon-এ বাঙালির হুঙ্কার, জুনিয়র গ্র্যান্ডস্লাম জিতলেন প্রবাসী Samir Banerjee

প্রশ্ন: আপনার সঙ্গে ভারতের যোগসূত্র আছে। বাংলার সঙ্গে নিবীড় যোগ। ভারত তথা কলকাতার ফ্যানেদের জন্য কী বার্তা থাকবে?

সমীর: আমি সত্যিই সকলের কাছে কৃতজ্ঞ এই সমর্থনের জন্য। আমি আবার ভারতে আসব। কলকাতাতেও যেতে চাই। সকলকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

English Title: 
Samir Banerjee exclusive interview after winning junior wimblendon
News Source: 
Home Title: 

উইম্বলডন জয় প্রত্যাশিত ছিল না একেবারেই: Samir Banerjee

উইম্বলডন জয় প্রত্যাশিত ছিল না একেবারেই: Samir Banerjee
Yes
Is Blog?: 
No
Section: