UEFA EURO 2020 Final: ৫৩ বছর পর ইউরো কাপ চ্যাম্পিয়ন ইটালি
উয়েফা ইউরো কাপ (UEFA EURO 2020 Final) চ্যাম্পিয়ন ইটালি।
নিজস্ব প্রতিবেদন: উয়েফা ইউরো কাপ (UEFA EURO 2020 Final) চ্যাম্পিয়ন ইটালি। ১৯৬৮ সালের পর ফের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিলে ইউরোপের অন্যতম শক্তিশালী দল। ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল ইটালি।
ওয়েম্বলিতে 'সিংহ গর্জন' থামিয়ে অপ্রতিরোধ্যই রইল রবার্তো মানচিনির 'দ্য উইনিং মেশিন' ওরফে আজুরি। কাপ যুদ্ধে গ্যারেথ সাউথগেটের দুর্দান্ত ইংল্যান্ডকে হারত হলো টাইব্রেকারে। ১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে উঠেছিল। হ্যারি কেনরা স্বপ্ন দেখেছিলেন ইতিহাস লেখার। কিন্তু জর্জিও কিয়েলিনির ইটালির কাছে তাঁদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
(@EURO2020) July 11, 2021
আরও পড়ুন: Copa America 2021: মারাকানার রং নীল-সাদা, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ফাইনালের মহারণ নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত অমীমাংসিত (১-১) থাকে। লুক শ ম্যাচের ২ মিনিটের মধ্যেই ইংল্যান্ডকে এগিয়ে দেন। ম্যাচের ৬৭ মিনিটে লিওনার্দো বোনুচি ইটালিকে সমতায় ফিরিয়ে দেন। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও কোনও ফলাফল না হওয়ায়, কাপ যুদ্ধের ফয়সলা হয় পেনাল্টি শুটআউটে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই নিয়ে ১৯৭৬ সালের পর দ্বিতীয়বার ফাইনালের সিদ্ধান্ত হলো টাইব্রেকারে। আর সেখানেই লড়াইটা হয়ে যায় জর্ডন পিকফোর্ড বনাম জিয়ানলুইগি ডোনারুমার। বাজিমাত করে দেন ইটাসলির তরুণ গোলরক্ষক ডোনারুমা। পেনাল্টিতে ইটালিকে ৩-২ ম্যাচ জিতিয়ে দেশের নায়ক হয়ে যান তিনি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও ওঠে তাঁর হাতে। ইটালির ঝুলিতে এখন চারটি বিশ্বকাপ ও দু'টি ইউরো কাপ। মোট হাফ ডজন মেজর ট্রফি জিতল ইটালি। একমাত্র জার্মানির ট্রফির সংখ্যা (৭) তাদের চেয়ে বেশি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)