Sachin Tendulkar: হার্দিকদের ম্যাচের আগে ভুবনজয়ী শেফালিদের শুভেচ্ছা জানাবেন 'গড অফ ক্রিকেট'

সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। 

Updated By: Jan 31, 2023, 03:21 PM IST
Sachin Tendulkar: হার্দিকদের ম্যাচের আগে ভুবনজয়ী শেফালিদের শুভেচ্ছা জানাবেন 'গড অফ ক্রিকেট'
আগে ভুবনজয়ী শেফালিদের শুভেচ্ছা জানাবেন 'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকর।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অনুর্ধ্ব মহিলা ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women U19 T20 World Cup 2023) জিতে ইতিহাস রচনা করা হয়ে গিয়েছে। শেফালি ভার্মা (Shafali Verma), তিতাস সাধুদের (Titas Sadhu) হাত ধরে প্রথমবার বিশ্বজয়ী হওয়ার স্বাদ পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Under 19 Cricket Team)। সেইজন্য প্রমীলাবাহিনীকে সংবর্ধনা জানাবে বিসিসিআই (BCCI)। ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের (IND vs NZ 3rd T20I) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টিম ইন্ডিয়া (Team India)। সেই ম্যাচ শুরু হওয়ার আগে বিশ্বজয়ীদের সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'গড অফ ক্রিকেট' যে ক্রিকেটারদের সংবর্ধনা জানাবেন, টুইটারে সেই ঘোষণা করলেন বিসিসিআই-এর (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। এমনকি শেফালির দলকে বোর্ডের তরফ থেকে মোট ৫ কোটি টাকা দেওয়া হবে।  

জয় শাহ টুইটারে লিখেছিলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।' 

আরও পড়ুন: Hardik Pandya: হার্দিকের মন্তব্যের জের, চাকরি খোয়ালেন লখনউয়ের কিউরেটর

আরও পড়ুন: Lionel Messi: মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'ব্লকড'! কিন্তু কেন এমন হল?

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, 'ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।' 

সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। বঙ্গ তনয়া তিতাস সাধু মাত্র ৬ রানে ২ উইকেট নিয়েছিলেন। চুঁচুড়ার তিতাসকে পেস ও সুইংকে যোগ্য সঙ্গত দেন অফ স্পিনার অর্চনা দেবী। দুই বোলারের দাপটেই ব্রিটিশদের টপ অর্ডার ধসে যায়। অর্চনা নিয়েছিলেন ১৭ রানে ২ উইকেট। ভালো বল করেছিলেন পার্শ্ববী চোপড়াও। ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। 

জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটে ম্যাচ জিতে যায় ভারতের প্রমীলাবাহিনী। অধিনায়ক শেফালি এবং গত ম্যাচে ৪৫ বলে ৬১ রান করা শ্বেতা শেরাওয়াত দ্রুত আউট হন। তবে তাতে কি! তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাডি তৃষা। ফলে ১৪ ওভারে ৩ উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। সৌম্যা ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। গোঙ্গাডি ২৯ বলে ২৪ রানে আউট হন। ফলে প্রথমবারের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে বিশ্বজয়ী হয়েছিল ভারতীয় দল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.