ভারত রত্নের অপমান করেছেন সচিন, মধ্যপ্রদেশ হাইকোর্টে রজু জনস্বার্থ মামলা

সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে ভারত রত্ন সম্মান অপব্যবহারের অভিযোগ উঠল। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। ভি কে নশা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন ভারতরত্ন হয়েও সচিন বাণিজ্যিক বিজ্ঞাপণে অংশ নিয়ে এই সম্মানের অপব্যবহার করেছেন। 

Updated By: Jun 19, 2015, 11:28 PM IST
ভারত রত্নের অপমান করেছেন সচিন, মধ্যপ্রদেশ হাইকোর্টে রজু জনস্বার্থ মামলা

ব্যুরো:সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে ভারত রত্ন সম্মান অপব্যবহারের অভিযোগ উঠল। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। ভি কে নশা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন ভারতরত্ন হয়েও সচিন বাণিজ্যিক বিজ্ঞাপণে অংশ নিয়ে এই সম্মানের অপব্যবহার করেছেন। 

মুখ্য বিচারপতি এ এম খানভিলকর ও বিচারপতি কে কে ত্রিবেদী অ্যাসিট্যান্ট সলিসিটর জেনারেলের কাছে এব্যাপারে কৈফিয়ত তলব করেছেন। এক সপ্তাহের মধ্যে এব্যাপারে জবাব দিতে হবে অ্যাসিট্যান্ট সলিসিটর জেনারেলকে। নশা তার পিটিশনে বলেছেন সচিনের উচিত এই সম্মান ফেরত দেওয়া। আর তা না হলে ভারত সরকারের উচিত এই সম্মান কেড়ে নেওয়া। হকির যাদুকর ধ্যানচাঁদকে পিছনে ফেলে সচিনই প্রথম খেলোয়াড় হিসেবে ভারত রত্ন পেয়েছেন।

.