ভারতের খারাপ বোলিংই ম্যাচ হারার জন্য দায়ী: ধোনি
বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারে মানসিক দিক থেকে রীতিমত বিধ্বস্থ ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে এসে দলের এই দুরবস্থার কথা কবুল করেন স্বয়ং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মীরপুরে সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারের জন্য মাহি অবশ্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় বোলারদের।
ব্যুরো: বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারে মানসিক দিক থেকে রীতিমত বিধ্বস্থ ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে এসে দলের এই দুরবস্থার কথা কবুল করেন স্বয়ং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মীরপুরে সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারের জন্য মাহি অবশ্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় বোলারদের।
বাংলাদেশের বোলারদের ভূয়সী প্রশংসা করে ধোনি বলেন এই ধরনের স্লো পিচে যেভাবে মুস্তাফিজুররা বাউন্স আদায় করেছেন তা পারেননি উমেশরা। মাহি বলেন বাংলাদেশের বোলাররা কখনই ১৪০ কিলোমিটার গতিতে বল করেননি। স্লোয়ার মিশিয়ে বলের বৈচিত্রের দিকে নজর দিয়েছিলেন । আর তাতেই সাফল্য পেয়েছেন বাংলাদেশের বোলাররা। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও কড়া সমালোচনা করেন ধোনি। মাহি বলেন ওপেনিং পার্টনারশিপে ৯৫ রান তোলার পর দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল মিডল অর্ডারের।