Rohit Sharma, IND vs AUS : কোন দুই ম্যাচ উইনারকে বাইরে রাখার সাহস দেখালেন 'হিটম্যান'? জেনে নিন
Rohit Sharma, IND vs AUS : আর মাত্র ছ'টি ম্যাচ খেলার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামবে টিম ইন্ডিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র ছ'টি ম্যাচ খেলার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নামবে টিম ইন্ডিয়া। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। জসপ্রীত বুমরা দলে ফিরলেও সুস্থ নন। তাই তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। সেই জায়গায় এসেছেন উমেশ যাদব। এমনকি এ দিন ফের একবার প্রথম একাদশে জায়গা পেলেন না ঋষভ পন্থ। বরং এই দলের সবচেয়ে অভিজ্ঞ দীনেশ কার্তিককে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপের পর ফের একবার পন্থের বদলে কার্তিককে প্রাধান্য দিলেন রোহিত। তবে কেন 'ডিকে' এ দিন গ্লাভস হাতে নামবেন সেটা নিয়ে বিস্তারিত কিছু বললেন না। প্রথম একাদশ নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'বুমরা এখনও পুরো ফিট নয়। তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশাকরি দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বুমরা খেলতে পারে। বুমরার জায়গায় উমেশ খেলবে।' এরপরেই তিনি যোগ করেন, 'আমি নিজে এই ম্যাচে কামব্যাক করলাম। আর পন্থের জায়গায় ডিকে খেলবে।'
আরও পড়ুন: Virat Kohli : সচিনের 'সেঞ্চুরির সেঞ্চুরি' নিজের নামে করতে পারবেন কোহলি? বড় কথা বললেন পন্টিং
আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : কোন বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন 'হিটম্যান'? জেনে নিন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকে রোহিতের নেতৃত্বে ঘরের মাঠে একাধিক সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তবে এশিয়া কাপে তারকাখচিত দল একেবারেই এঁটে উঠতে পারেনি। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের একবার সতীর্থদের কড়া বার্তা দিলেন রোহিত।
— BCCI (@BCCI) September 20, 2022
টসের সময় রোহিত বলেন, 'আমাদের এই সুযোগগুলো কাজে লাগাতেই হবে। আমরা প্রতিটা ম্যাচ থেকেই কিছু না কিছু শিখেছি। এই ম্যাচ থেকেও শিখব। তবে একইসঙ্গে নিজেদের বেসিক ঠিক রেখে জেতার লক্ষ্য নিয়ে পারফর্ম করতে হবে। কারণ সামনেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপ।'
উঠে এল এশিয়া কাপে ব্যর্থতার প্রসঙ্গ। তখন রোহিত যোগ করলেন, 'আমরা সবাই জানি এশিয়া কাপে আমরা ভাল ফল করতে পারিনি। কিন্তু তাই বলে তো হাত গুটিয়ে বসে থাকতে পারব না। ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এগিয়ে যেতে হবে।'